নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক

সংগৃহীত ছবি

নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক

অনলাইন ডেস্ক

২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোননয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। এক্সপ্রেস ট্রিবিউন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই চার ফিলিস্তিনি সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে অকুতোভয় সাংবাদিকতা করায় তারা ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোননয়ন পেয়েছেন।

চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ২৮৫টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ১৯৬ জন ব্যক্তি ও ৮৯টি সংগঠন। এ বছরের বিজয়ীর নাম ঘোষণা হবে ১১ অক্টোবর। পরবর্তীতে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা যুদ্ধে ১১ মাসে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪০,৫৩৪ জন নিহত হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (২৮ আগস্ট) এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় গাজায় গত ২৪ ঘন্টার মধ্যে ৫৮ জন মারা গেছে।
এছাড়াও গত বছরের ৭ অক্টোবরে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত আহত ৯৩,৭৭৮ জনের তালিকা তৈরি করেছে হামাস।

news24bd.tv/JP