ট্রাক প্রতীকে ইসির নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ

সংগৃহীত ছবি

ট্রাক প্রতীকে ইসির নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ

অনলাইন ডেস্ক

ট্র্যাক প্রতীকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। উক্ত দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

দলটির নিবন্ধন নং-০৫১।

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে নুরুল হক নুর তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করার ঘোষণা দেন।
এরপর অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়। ২০২১ সালের ২৬ অক্টোবর ঢাকায় পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর।


কিন্তু ২০২৩ সালের জুন মাসে গণঅধিকার পরিষদের রেষারেষির জেরে দলের সদস্য সচিব নুরুল হক নুর ও রাশেদ খাঁনকে অব্যাহতির ঘোষণা দেন আহবায়ক ড. রেজা কিবরিয়া। পরবর্তীতে ২০২৩ সালের ১০ই জুলাই গণ অধিকার পরিষদের একাংশের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন নুরুল হক নুর।

news24bd.tv/JP