news24bd
news24bd
রাজনীতি

স্বস্তিতে নেই বিএনপি

অনলাইন ডেস্ক
স্বস্তিতে নেই বিএনপি

দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনা সরকারের দমনপীড়নে মাথা উঁচিয়ে দাঁড়াতেই পারেনি বিএনপি। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরও দলটির নেতাকর্মীরা ভেবেছিলো এখন তারা মামলা থেকে রেহাই পাবেন। যদিও ফাঁড়া কাটছে না এখনি। শেখ হাসিনা ক্ষমতা হারানোয় বিএনপি নেতাকর্মীর মনে স্বস্তি ফিরলেও মামলা নিয়ে অস্বস্তিতে রয়েছে দলটি।

পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর গুলি এবং নির্যাতনে গণহত্যার বিরুদ্ধে সারাদেশে করা মামলায় বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করে ফাঁসিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। এর নেপথ্যে রয়েছে দলটির ঘরোয়া বিবাদ ও নেতৃত্বের প্রতিযোগিতা। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে মামলাকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। আবার নিজ নিজ এলাকায় আধিপত্য জারি রাখতে কৌশলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা। কিছু মামলায় নিরীহ ও সাধারণ মানুষের নামও ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে বিএনপি নেতারা মনে করছেন, এ রকম ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ। পুরো মামলা প্রক্রিয়াকে বিতর্কিত করতে এ কাণ্ড ঘটানো হতে পারে। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগেরও প্রমাণ মিলছে।

গেলো ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে ওই দলটির নেতাকর্মী ছাড়াও তাদের দোসর হিসেবে প্রশাসনের চিহ্নিতদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এ রকম অন্তত পাঁচটি মামলা বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে আসামির তালিকায় ওপরে শেখ হাসিনাসহ ওই দলের জ্যেষ্ঠ নেতাদের নাম রেখে সুকৌশলে বিএনপি নেতাকর্মীর নামও জুড়ে দেওয়া হয়েছে। যারা বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, সক্রিয় রাজনীতিতে আছেন-এমন নেতার নাম দেখে বিস্মিত দলটির নেতাকর্মীরা।

তারা অভিযোগ করেন, কোনো কোনো ক্ষেত্রে বিএনপির কতিপয় নেতা আওয়ামী লীগের স্থানীয় বিত্তশালী নেতার সঙ্গে যোগসাজশে তাদের নাম মামলা থেকে বাদ দিচ্ছেন। টাকার বিনিময়ে তাদের অপকর্ম দেওয়া হচ্ছে ছাইচাপা। আবার কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ নেতারা বাদীকে নানাভাবে প্রভাবিত করে পছন্দমতো মামলায় আসামি হিসেবে ঢুকিয়ে দিচ্ছেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও তাদের প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। তবে এসব করে লাভ হবে না। পাপের শাস্তি পেতেই হবে। তারা সব মামলা পর্যবেক্ষণ করছেন। যেখানে যে ত্রুটি রয়েছে, তা দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ আমলে এ মামলা-হামলায় তারা বছরের পর বছর ঘরছাড়া ছিলেন। যখন সেই সরকারের পতন ঘটেছে, একটি স্বস্তি ফিরেছে, তখনই কোনো কোনো মামলায় বিএনপি নেতাকর্মীকে আসামি করা হচ্ছে। এতে একদিকে মামলার ভিত্তি যেমন দুর্বল হচ্ছে, তেমনি ক্ষতি হচ্ছে পুরো দলের। আবার কিছু জায়গায় মামলা নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। কার নেতৃত্বে কত মামলা হচ্ছে, সেটার দিকে নজর দিচ্ছেন সিন্ডিকেট নেতারা। ফলে মামলার গুরুত্বপূর্ণ দিকগুলো এড়িয়ে তড়িঘড়ি করে দায়সারা মামলা হচ্ছে বলে আইনজীবীরা জানান।

বিএনপি নেতারা আসামি হয়েছেন– এমন মামলার মধ্যে ২২ আগস্ট সিএমএম আদালতে আদাবর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল খান হিল্লোল একটি হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানকসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি মোহাম্মদপুর থানাকে গ্রহণ ও তদন্তের জন্য নির্দেশনা দেন আদালত। এ মামলার ৪৮ নম্বর আসামি শফিকুল ইসলাম সনেটের পিতা হাজি সাইদুল ইসলাম ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। সনেট বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১০টির বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলার আসামি। একই মামলায় ৪৮ নম্বর আসামি আমজাদ হোসেন সরকারি কমার্শিয়াল কলেজ ছাত্রসংসদের ভিপি ছিলেন। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক। ওই মামলায় ৬৪ নম্বর আসামি মোহাম্মদ রতন বিএনপির সক্রিয় কর্মী।

ঘটনার বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, মূলত স্থানীয় কাটাসুর বাজারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির ওই তিনজনকে আসামি করা হয়েছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এ বাজার প্রতিষ্ঠা করেন তৎকালীন বিএনপি নেতা হাজি সাইদুল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটার নিয়ন্ত্রণ নেন ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব। তাঁর হয়ে বাজারের চাঁদা আদায় করতেন মিন্টু নামে আওয়ামী লীগের এক নেতা। ওই মিন্টুর ছোট ভাই স্থানীয় যুবদল নেতা অ্যাডভোকেট সেন্টু আলম খান এ মামলার আইনজীবী।

যদিও মামলার বাদী রবিউল খান হিল্লোল বলেন, তিনি যে মামলা করেছেন, সেখানে সবাই আওয়ামী লীগ নেতাকর্মী। বিএনপির নেতাকর্মী নামে যাদের কথা বলা হচ্ছে, তারাও আওয়ামী লীগ করতেন।

মোহাম্মদপুর থানার এক মামলার আসামি ফয়সাল আহমেদ বাবু ওরফে ঘাট বাবু। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সহস্বনির্ভরবিষয়ক সম্পাদক। ওই মামলার বাদী রফিকুল ইসলাম একজন হকার। তিনি কোনো রাজনীতি করেন না বলে দাবি করেছেন। ফয়সাল আহমেদ বাবুকে আসামি করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি বাবুকে চেনেন না। স্থানীয় বিএনপি-জামায়াত ও থানা পুলিশ হয়তো এ নাম দিয়েছে।

বিএনপি নেতাকর্মীরা জানান, মূলত মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করতে আগে থেকেই বাবুকে কোণঠাসা করতে এ মামলায় তার নাম দেওয়া হয়েছে।

রাজধানীর উত্তরা পূর্ব থানায় ২৩ আগস্ট শেখ হাসিনাকে প্রধান আসামি করে করা মামলায় ১৮৪ নম্বর আসামি করা হয়েছে রুবেল মিয়া নামে একজনকে। তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে জড়িত। কোনো রাজনীতির সঙ্গে না থাকলেও বিমানবন্দরে এ ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই তাকে আসামি করা হয়। মামলার বাদী সালমা বেগম নিজেও এই রুবেল মিয়াকে চেনেন না বলে জানান।

বিএনপি নেতাকর্মীরা জানান, ঢাকা বিমানবন্দর থানা আওয়ামী লীগ নেতা ও সিঅ্যান্ডএফ এজেন্ট শাজাহান এখন ভোল পাল্টে বিএনপি নেতাদের সঙ্গে টাকার বিনিময়ে সখ্য গড়ে তার প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করছেন। রুবেলের মতো বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

একইভাবে বাড্ডা থানার এক মামলায় ৪৫ নম্বর আসামি করা হয়েছে ইসমাইল হোসেন সিরাজীকে। পৈতৃকভাবে বাড্ডা এলাকায় সিরাজীর অনেক জমির মালিকানা থাকায় তাঁকে উচ্ছেদের জন্য হত্যা মামলায় জড়ানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে, তড়িঘড়ি করে মামলা করা হচ্ছে। আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার কিংবা তাদের স্বজন এসব মামলা করছেন। অনেক সময় তারা নিজেরা কারও সঙ্গে আলাপ না করে মামলা করায় নানা ভুলভ্রান্তি থাকছে। বিএনপির নেতারা সম্পৃক্ত থাকলে এ ধরনের ভুল হওয়ার কথা নয়।

মামলায় বিএনপি নেতাকর্মীকে ফাঁসানোর পাশাপাশি মামলা নিয়ে নিজেদের প্রভাব বিস্তারের ঘটনাও রয়েছে। গত ১৯ জুলাই সারাদেশে ছাত্রহত্যার প্রতিবাদে বিএনপি ঘোষিত সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে দলটির নেতাকর্মীর মিছিলে পুলিশের গুলিতে পল্টন এলাকায় ঢাকা মহানগর যুবদল নেতা নবীন হোসেন তালুকদার মারা যান। এ ঘটনায় তার স্ত্রী রুমা আক্তার ২১ আগস্ট পল্টন থানায় শেখ হাসিনাসহ ১৫ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেন। মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীনের কর্মী নিহত হওয়ায় এ মামলায় তিনি সার্বিক সহায়তা করেন। আর এটাকে অজুহাত হিসেবে দলের একটি সিন্ডিকেট থানা পুলিশকে ওই মামলা নিয়মিত রুজু না করার জন্য বলে। ওই সিন্ডিকেটের দাবি, তাদের উদ্যোগে ওই মামলা করতে হবে।

শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে করা মামলায়ও বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে জড়ানোর অভিযোগ উঠেছে। বরিশালের বাকেরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর কাছ থেকে সুবিধা নিয়ে ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা করার অভিযোগ উঠেছে।

নেতাকর্মীরা জানান, বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক রাকিব হোসেনকে ছাত্রলীগের কয়েক কর্মী মারধর করে। এ নিয়ে থানায় মামলা করতে গেলে তা বিএনপি নেতারা আটকে দেন। পরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সহায়তায় মামলা গ্রহণ করলেও পাল্টা হিসেবে ওই দিনই ছাত্রলীগের পক্ষ থেকে একটি মামলা করা হয়। থানা পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা ফোন করে ছাত্রলীগের ওই মামলা নিতে বলা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক প্রয়াত আশরাফ হোসেনের সহধর্মিণী ফারজানা রহমান ও তার সন্তানকে মারধর করে বাসা থেকে উচ্ছেদ করেন জেলা কৃষক দলের আহ্বায়ক সালাহউদ্দিন লিটন। চার তলার ওই ভবনটি ২০১৬ সালে ৮৭ লাখ টাকায় বায়না সূত্রে কেনেন ফারজানার দ্বিতীয় স্বামী হাফিজুর রহমান। এতদিন ওই সম্পত্তি বুঝিয়ে না দিয়ে নানা টালবাহানা করেন লিটন।

তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গভীর রাতে ফারজানার বাসায় গিয়ে লিটন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ঊর্মি বাসা ছাড়ার জন্য হুমকি দেন। তবে বাসা না ছাড়ায় পরদিন দুপুরে নেতাকর্মী নিয়ে টেনেহিঁচড়ে ও মারধর করে তাকে বাসা থেকে বের করে দেন এবং ওই ভবন দখল করেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি সদর থানা পুলিশ। দলের একজন প্রয়াত নেতার স্ত্রীর সম্পত্তি দখলের বিষয়ে সালাহউদ্দিন লিটন বলেন, এটা তার সম্পত্তি। বায়নার টাকা ফেরত দেওয়া হয়েছে। যদিও টাকা ফেরতের কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি লিটন।

news24bd.tv/SC  

Android appIos app
রাজনীতি

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার ওই নেতার নাম মো. আবুল হাসান (৪০)। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টায় রাজধানীর মনিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণকালে বেগম খালেদা জিয়ার নির্বাচনি গাড়িবহরে ওই হামলার ঘটনা ঘটে। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালে এপ্রিল মাসের ২০ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনি প্রচারণা চলছিল। সেই নির্বাচনি প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় এই আসামিকে গ্রেপ্তার করা হয়। থানা...

রাজনীতি

সুশাসন নিশ্চিতে বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন: এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
সুশাসন নিশ্চিতে বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন: এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সুশাসন নিশ্চিত করার জন্য বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিচারের নামে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি)সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানেতিনি এই কথা বলেন। এসময়তিনি বলেন, বিচার বিভাগের সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকারকে ধ্বংস করে দিয়েছে। বিগত ১৫ বছর মানুষ ন্যায় বিচার পায়নি। বিচারের নামে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তাই দেশে সুশাসন নিশ্চিত করতে হলে বিচার বিভাগের সংস্কার প্রয়োজন। সিলেট জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য ব্যারিস্টার...

রাজনীতি

সাতক্ষীরা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৩ জনের কমিটি

অনলাইন ডেস্ক
সাতক্ষীরা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৩ জনের কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আরাফাত হোসাইনকে আহ্বায়ক, সুহাইল মাহদীনকে সদস্য সচিব, আল শাহরিয়ারকে মুখ্য সংগঠক ও মোহেনী পারভীনকে মুখপাত্র করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল গত শনিবার এই কমিটি অনুমোদন দিয়েছেন। তবে অনুমোদনের পত্রটি বহস্পতিবার রাতে গণমাধ্যমকর্মীদের হাতে আসে। কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তারা হলেন- মুজাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেলী তামান্না, মইনুল ইসলাম দিপু, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ ইরামুল ইসলাম, রায়হান উদ্দিন, রাকিবুল ইসলাম, মো. জিল্লুর রহমান, এমডি মামুন হাওলাদার, সায়েম রহমান সিয়াম, ইমন হোসেন ও আদিলাহ আদ্রী। ১৩ জনকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে, তারা হলেন- মো. নাজমুল হোসেন, মো. রেজওয়ান আহমেদ, ওমর...

রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক মিনিটের মিছিল, ৬ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক মিনিটের মিছিল, ৬ নেতা গ্রেপ্তার

নেত্রকোনা পৌরশহরে নিষিদ্ধ ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী মিছিল করায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) একটি ঝটিকা মিছিল বের করেন তারা। গ্রেপ্তাররা হলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় সরকার, সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার, সদস্য সিন্ধু বণিক বিশাল, লোকমান হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জয় সাহা ও সদস্য রাহুল রায়। পুলিশ জানায়, গ্রেপ্তাররা আজ সকালে শহরের ছোটবাজার এলাকার আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে শহীদ মিনারের দিকে যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় তারা। পরে ভিডিও ফুটেজ দেখে দুপুরের দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ কালের কণ্ঠকে বলেন, ষড়যন্ত্র ও...

সর্বশেষ

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজনীতি

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
না ফেরার দেশে অভিনেত্রী অঞ্জনা রহমান

বিনোদন

না ফেরার দেশে অভিনেত্রী অঞ্জনা রহমান
নবীযুগে মসজিদে কোবার মুয়াজ্জিন

ধর্ম-জীবন

নবীযুগে মসজিদে কোবার মুয়াজ্জিন
ফিলিস্তিন রক্ষায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন

ধর্ম-জীবন

ফিলিস্তিন রক্ষায় প্রথম আন্তর্জাতিক সম্মেলন
আলেমরা আল্লাহর রাজকীয় মেহমান

ধর্ম-জীবন

আলেমরা আল্লাহর রাজকীয় মেহমান
সুশাসন নিশ্চিতে বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন: এমরান চৌধুরী

রাজনীতি

সুশাসন নিশ্চিতে বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন: এমরান চৌধুরী
মদিনা সনদ ও সংখ্যালঘুদের নিরাপত্তা

ধর্ম-জীবন

মদিনা সনদ ও সংখ্যালঘুদের নিরাপত্তা
সড়ক দুর্ঘটনায় আহত যুবককে পুলিশে দিল জনতা

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত যুবককে পুলিশে দিল জনতা
থিসারা পেরেরার সেঞ্চুরির সত্ত্বেও হ্যাটট্রিক হার শাকিবের ঢাকার

খেলাধুলা

থিসারা পেরেরার সেঞ্চুরির সত্ত্বেও হ্যাটট্রিক হার শাকিবের ঢাকার
রক্তচোষা মাছ, খায় হাঙরের রক্ত, রান্না হয় রক্ত দিয়েই

আন্তর্জাতিক

রক্তচোষা মাছ, খায় হাঙরের রক্ত, রান্না হয় রক্ত দিয়েই
সাতক্ষীরা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৩ জনের কমিটি

রাজনীতি

সাতক্ষীরা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৩ জনের কমিটি
হাইকোর্টের একটি বেঞ্চে শুরু হচ্ছে কাগজমুক্ত বিচারিক কার্যক্রম

আইন-বিচার

হাইকোর্টের একটি বেঞ্চে শুরু হচ্ছে কাগজমুক্ত বিচারিক কার্যক্রম
এবার পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি

জাতীয়

এবার পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি
এখন থেকে ঢাকা ওয়াসায় প্রবেশে লাগবে পাস

জাতীয়

এখন থেকে ঢাকা ওয়াসায় প্রবেশে লাগবে পাস
ইউএনওর আশ্বাসে চলছে ‘অবৈধ ইটভাটা’

সারাদেশ

ইউএনওর আশ্বাসে চলছে ‘অবৈধ ইটভাটা’
কারওয়ানবাজারের তালিকাভুক্ত চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার

রাজধানী

কারওয়ানবাজারের তালিকাভুক্ত চাঁদাবাজ রাসেল গ্রেপ্তার
শাপলা চত্বরের ঘটনায় নতুন তথ্য দিলেন সোহেল তাজ

সোশ্যাল মিডিয়া

শাপলা চত্বরের ঘটনায় নতুন তথ্য দিলেন সোহেল তাজ
রেকর্ড শীতের কবলে সৌদি?

আন্তর্জাতিক

রেকর্ড শীতের কবলে সৌদি?
সৌদি আরবকে স্বর্ণের খনি বিক্রি করছে পাকিস্তান

আন্তর্জাতিক

সৌদি আরবকে স্বর্ণের খনি বিক্রি করছে পাকিস্তান
ক্যাচ ধরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা বিগব্যাশে

খেলাধুলা

ক্যাচ ধরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা বিগব্যাশে
‘আয়নাঘর’ নিয়ে নতুন তথ্য জানালেন উপদেষ্টা সাখাওয়াত

জাতীয়

‘আয়নাঘর’ নিয়ে নতুন তথ্য জানালেন উপদেষ্টা সাখাওয়াত
মাঠে ফিরছেন ইয়ামাল

খেলাধুলা

মাঠে ফিরছেন ইয়ামাল
নেতানিয়াহুর বাসভবনের সামনে শত শত বিক্ষোভকারী

আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাসভবনের সামনে শত শত বিক্ষোভকারী
বেফাক থেকে নদভী-আনাসসহ হাসিনার দোসরদের অপসারণে কঠোর হুঁশিয়ারি

রাজধানী

বেফাক থেকে নদভী-আনাসসহ হাসিনার দোসরদের অপসারণে কঠোর হুঁশিয়ারি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে চায় বিসিবি

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে দলে চায় বিসিবি
ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা

আন্তর্জাতিক

ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা
‘খতমে নবুওয়ত’ না মানলে ঈমান থাকবে না: মুফতি সাইফুল

রাজধানী

‘খতমে নবুওয়ত’ না মানলে ঈমান থাকবে না: মুফতি সাইফুল
নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক মিনিটের মিছিল, ৬ নেতা গ্রেপ্তার

রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক মিনিটের মিছিল, ৬ নেতা গ্রেপ্তার
সূর্যের দেখা নেই ঢাকায়, এমন অবস্থা থাকবে কতদিন?

রাজধানী

সূর্যের দেখা নেই ঢাকায়, এমন অবস্থা থাকবে কতদিন?
শীত নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

জাতীয়

শীত নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

সর্বাধিক পঠিত

সেনাবাহিনীর হাতে হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তার—ভুয়া দাবির আসল সত্য

জাতীয়

সেনাবাহিনীর হাতে হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তার—ভুয়া দাবির আসল সত্য
হাসিনা ফেরত ইস্যুতে নতুন করে যা বলল ভারত

আন্তর্জাতিক

হাসিনা ফেরত ইস্যুতে নতুন করে যা বলল ভারত
তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাংক কেনা নিয়ে ভারতের বক্তব্য

আন্তর্জাতিক

তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাংক কেনা নিয়ে ভারতের বক্তব্য
কতদিন এমন শীত থাকবে, জানালো আবহাওয়া অফিস

জাতীয়

কতদিন এমন শীত থাকবে, জানালো আবহাওয়া অফিস
‘সৈয়দ আশরাফের জানাজা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন শেখ হাসিনা’

সোশ্যাল মিডিয়া

‘সৈয়দ আশরাফের জানাজা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন শেখ হাসিনা’
চীনে কোভিডের মতো প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ, মহামারির শঙ্কা!

স্বাস্থ্য

চীনে কোভিডের মতো প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ, মহামারির শঙ্কা!
একাত্তর-চব্বিশের আকাঙ্ক্ষাকে ধারণ করতেই নতুন সংবিধান প্রয়োজন: আখতার

সোশ্যাল মিডিয়া

একাত্তর-চব্বিশের আকাঙ্ক্ষাকে ধারণ করতেই নতুন সংবিধান প্রয়োজন: আখতার
দুটো সময়সীমার মধ্যে নির্বাচনের চিন্তা অন্তর্বর্তী সরকারের: শফিকুল আলম

জাতীয়

দুটো সময়সীমার মধ্যে নির্বাচনের চিন্তা অন্তর্বর্তী সরকারের: শফিকুল আলম
সূর্যের দেখা নেই ঢাকায়, এমন অবস্থা থাকবে কতদিন?

রাজধানী

সূর্যের দেখা নেই ঢাকায়, এমন অবস্থা থাকবে কতদিন?
বাশার আল-আসাদকে মস্কোতে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা

আন্তর্জাতিক

বাশার আল-আসাদকে মস্কোতে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

অর্থ-বাণিজ্য

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য

শিক্ষা-শিক্ষাঙ্গন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য
‘বাংলাদেশকে হারানো ভাই’ মন্তব্যের পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়

‘বাংলাদেশকে হারানো ভাই’ মন্তব্যের পর ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
দেশের ৬ স্থানে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়বে কিনা জানালো আবহাওয়া অফিস

সারাদেশ

দেশের ৬ স্থানে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়বে কিনা জানালো আবহাওয়া অফিস
কেন চীনে আইফোনে বিশাল ছাড় দিচ্ছে অ্যাপল

বিজ্ঞান ও প্রযুক্তি

কেন চীনে আইফোনে বিশাল ছাড় দিচ্ছে অ্যাপল
শীত নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

জাতীয়

শীত নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

সারাদেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
শাপলা চত্বরের ঘটনায় নতুন তথ্য দিলেন সোহেল তাজ

সোশ্যাল মিডিয়া

শাপলা চত্বরের ঘটনায় নতুন তথ্য দিলেন সোহেল তাজ
‘আয়নাঘর’ নিয়ে নতুন তথ্য জানালেন উপদেষ্টা সাখাওয়াত

জাতীয়

‘আয়নাঘর’ নিয়ে নতুন তথ্য জানালেন উপদেষ্টা সাখাওয়াত
পাঠ্যবইতে শেখ হাসিনার পালানোসহ রয়েছে যেসব পরিবর্তন

জাতীয়

পাঠ্যবইতে শেখ হাসিনার পালানোসহ রয়েছে যেসব পরিবর্তন
সৌদি আরবকে স্বর্ণের খনি বিক্রি করছে পাকিস্তান

আন্তর্জাতিক

সৌদি আরবকে স্বর্ণের খনি বিক্রি করছে পাকিস্তান
ঢাবি ছাত্রশিবিরের সভাপতি হলেন ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন

শিক্ষা-শিক্ষাঙ্গন

ঢাবি ছাত্রশিবিরের সভাপতি হলেন ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সেনাদের ফের ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সেনাদের ফের ব্যাপক সংঘর্ষ
পোড়া সচিবালয়ের ৬ তলায় সেই কুকুর, যা দেখা গেলো সিসিটিভি ফুটেজে

জাতীয়

পোড়া সচিবালয়ের ৬ তলায় সেই কুকুর, যা দেখা গেলো সিসিটিভি ফুটেজে
শুক্রবারেও অনুভূত হতে পারে হাড়-কাঁপানো শীত

জাতীয়

শুক্রবারেও অনুভূত হতে পারে হাড়-কাঁপানো শীত
ডাকসু ইস্যুতে অপপ্রচারের প্রতিবাদ জানালো ছাত্রদল

শিক্ষা-শিক্ষাঙ্গন

ডাকসু ইস্যুতে অপপ্রচারের প্রতিবাদ জানালো ছাত্রদল
গোপন বিয়ের কথা ফাঁস করলেন অহনা

বিনোদন

গোপন বিয়ের কথা ফাঁস করলেন অহনা
না ফেরার দেশে অভিনেত্রী অঞ্জনা রহমান

বিনোদন

না ফেরার দেশে অভিনেত্রী অঞ্জনা রহমান
অমিতাভ বচ্চন যেভাবে আগলে রাখেন ঐশ্বরিয়াকে

বিনোদন

অমিতাভ বচ্চন যেভাবে আগলে রাখেন ঐশ্বরিয়াকে
সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ডলার বিক্রির নির্দেশনা, না মানলে শাস্তি

অর্থ-বাণিজ্য

সর্বোচ্চ ১ টাকা বেশি দামে ডলার বিক্রির নির্দেশনা, না মানলে শাস্তি

সম্পর্কিত খবর

রাজনীতি

বিচারপতির কাছে চাঁদা দাবি করা সেই যুবদল নেতা বহিষ্কার
বিচারপতির কাছে চাঁদা দাবি করা সেই যুবদল নেতা বহিষ্কার

রাজনীতি

‘২৮০ বিলিয়ন ডলার পাচার করে দেশের অর্থনীত ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার’
‘২৮০ বিলিয়ন ডলার পাচার করে দেশের অর্থনীত ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার’

রাজনীতি

কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জাতীয়

ভয়ঙ্কর চক্রের নতুন ফাঁদ ‘মামলা বাণিজ্য’
ভয়ঙ্কর চক্রের নতুন ফাঁদ ‘মামলা বাণিজ্য’

রাজনীতি

তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

সারাদেশ

কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া ও সংঘর্ষ
কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া ও সংঘর্ষ

রাজনীতি

বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে যাচ্ছে স্বৈরাচারের দোসররা: আমিনুল হক
বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে যাচ্ছে স্বৈরাচারের দোসররা: আমিনুল হক

রাজনীতি

কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা বহিষ্কার
কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা বহিষ্কার