পুলিশ ভ্যানে লাশ পোড়ানো: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থায় ২ অভিযোগ

ফাইল ছবি

পুলিশ ভ্যানে লাশ পোড়ানো: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত সংস্থায় ২ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে দু'টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়।

বুধবার নিহত সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম ও শাহিন স্কুলের আবু আস সবুরের ভাই রেজওয়ানুল ইসলাম বাদি হয়ে দুটি মামলা দায়ের করেন।

দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, পুলিশের কর্মকর্তাসহ ৭০ জনকে আসামি করা হয়েছে। এতে ত্রিশ জন আসামি হিসেবে দেয়া হয়েছে।

পরে সাংবাদিকদের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা মামলা দু'টি ডায়েরিভুক্ত করেছে। ঢাকার আশুলিয়ায় গত ৫ আগস্ট পুলিশভ্যানে ছাত্র-জনতার লাশ পোড়ানোর অভিযোগ ওঠে।

গুলি করে হত্যার পর ভ্যানগাড়িতে উঠিয়ে এরপর লাশ পুড়িয়ে ফেলে বলে অভিযোগ ওঠে। গত ৩১ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি মরদেহ একটি ভ্যানে তুলে সেগুলো ব্যানার দিয়ে ঢাকছেন।

news24bd.tv/FA