স্পেসওয়াক শেষে ফিরতে প্রস্তুত স্পেসএক্স 

সংগৃহীত ছবি

 স্পেসওয়াক শেষে ফিরতে প্রস্তুত স্পেসএক্স 

অনলাইন ডেস্ক

স্পেসএক্সের পোলারিস ডন মিশনটি মহাকাশে পাঁচ দিন থাকার পর মিশন শেষ করার প্রস্তুতি নিয়েছে। বিশ্বের প্রথম বানিজ্যিক স্পেসওয়াক (মহাকাশে একজন নভোচারীর মহাকাশযানের বাইরে ব্যয় করা কার্যকলাপের সময়কাল) শেষে পৃথিবীতে ফিরবে এটি।  

চার মহাকাশচারীকে বহনকারী ক্রু ড্রাগন ক্যাপসুলটি আমেরিকান সময় রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ফ্লোরিডার ড্রাই টর্তুগাসের উপকূলে অবতরণের কথা রয়েছে। স্পেসএক্স ফেরার এক ঘন্টা আগে থেকে একটি লাইভস্ট্রিম হবে, যাতে ইতিহাস সৃষ্টিকারী এই মিশনের পৃথিবীতে অবতরণ দেখানো হবে।

 

আরও পড়ুন: মহাকাশে পা রাখলেন প্রথম অ-পেশাদার মহাকাশচারী

ইতিমধ্যেই, পোলারিস ডন মিশন ইতিহাস তৈরি করেছে। গত পাঁচ দশকে মানুষ নিয়ে ভ্রমণের ক্ষেত্রে সবচাইতে বেশি উচ্চতায় পৌঁছেছিল স্পেসএক্স। এছাড়া বৃহস্পতিবার সকালে পরিচালিত একটি স্পেসওয়াকও প্রথমবারের মতো বেসরকারী অর্থায়নে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, পোলারিস ডন নামে পরিচিত এই মিশনে মোট চারজন মহাকাশচারী রয়েছেন।

এই যাত্রায় ছিলেন বিলিয়নেয়ার টেক সিইও জ্যারেড আইজ্যাকম্যান, তার ঘনিষ্ঠ বন্ধু স্কট 'কিড' পোটিট। কিড একজন অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর পাইলট। এছাড়া তাদের সঙ্গে আরও রয়েছেন দুই স্পেসএক্স প্রকৌশলী আনা মেনন এবং সারাহ গিলিস। সূত্র: সিএনএন

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক