নির্বাচন কমিশন (ইসি) আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে। সোমবার (৩০ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ৫ জানুয়ারির মধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হবে। ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আলী নেওয়াজ বলেন, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ তালিকা থেকে বাদ পড়লে তার দাবি ও আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে। তিনি আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে শুধু ২০২৫ সালের জন্যই নয়, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তথ্যও...
২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু
অনলাইন ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ
উনিশশো একাত্তরে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তখন যুক্তরাষ্ট্রের মধ্য-টেনিসে রাজ্য বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত। সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত সংগঠনে নেমে পড়েন তিনি। সেখানে তিনি স্বাধীনতার পক্ষে সমর্থন যোগাতে বাঙালিদের সংগঠিত করা ও তহবিল সংগ্রহের পাশাপাশি মার্কিন প্রশাসনসহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আর্কষণের জন্য বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন। মার্কিন সংবাদমাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি তিনি নিয়মিত করেছেন। অধ্যাপক ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন যোগাতে বাংলাদেশ ইনফরমেশন...
প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন চীনা রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক
চীন বাংলাদেশে একটি শক্তিশালী ও কার্যকর বিচার বিভাগ গঠনে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা রাষ্ট্রদূত তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক সম্পর্ক এবং ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে চীনের রাষ্ট্রদূত বলেন, দেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা এবং সুশাসন প্রতিষ্ঠায় সৈয়দ রেফাত আহমেদের বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের রাষ্ট্রদূত...
নির্বাচন মানেই গণতন্ত্র নয়: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
সংস্কার কমিশনগুলোর কর্মকাণ্ডে নির্বাচনের সময় পিছিয়ে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ। তিনি বলেন, কমিশন সংবিধান পুনর্লিখন করবে না, বরং সংবিধান সংস্কারে অংশীজনদের মতামতের ভিত্তিতে কিছু সুপারিশ করবে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ড. আলী রীয়াজ বলেন, আমাদের কমিশনকে দুটি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দায়িত্ব বিদ্যমান সংবিধানকে পর্যালোচনা করা এবং দ্বিতীয় দায়িত্ব সংবিধান সংস্কারে কিছু সুপারিশ করা। আমরা সংবিধান পর্যালোচনার কাজটি শেষ করেছি। সুপারিশগুলো আমরা তৈরি করছি না। আমরা সবার মত নিয়ে সেগুলো বিশ্লেষণ করে প্রধান প্রধান বিষয় শনাক্ত করে আমরা একত্রিত করছি। কমিশনে যারা আছেন, তারা দীর্ঘদিন ধরে এ বিষয়ে চিন্তা-ভাবনা, শিক্ষকতা করছেন। আমাদের কমিশনে শিক্ষক আছেন, আছেন আইনজীবী,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর