লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫৫৮, আহত ১৮৩৫

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫৫৮, আহত ১৮৩৫

অনলাইন ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮ জনে। এর মধ্য ৫০ জনই শিশু। হামলায় আহত হয়েছেন এক হাজার ৮৩৫ জন। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদের জানান, দেশটির বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে তিনি বলেন, এই পরিসংখ্যান স্পষ্টত ইসরায়েলের দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে। তারা বলেছিল যে তারা কেবল যুদ্ধ বাহিনীকে লক্ষ্যবস্তু করছে। দুর্ভাগ্যবশত, সত্য হলো যে গতকালের হামলায় নিহতদের সবাই না হলেও বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষ নিরস্ত্র, যারা তাদের বাড়ি-ঘরে নিহত হয়েছে।

এ হামলায় মোট ১৮৩৫ জন আহত হয়েছেন, যারা ৫৪টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলা চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ২০০৬ সালের যুদ্ধের পর থেকে হিজবুল্লাহ লেবাননে যত অবকাঠামো তৈরি করেছিল, তা ধ্বংসের অভিযানে নেমেছে ইসরায়েল।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক