সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে জামায়াতের শোক

সাংবাদিক রুহুল আমিন গাজী

সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে জামায়াতের শোক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি, দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার রাতে পাঠানো এক শোকবাণীতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, মরহুম রুহুল আমিন গাজী ছিলেন গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি সাংবাদিক নেতা হিসেবেও বেশ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি সকল গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেন।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী ও প্রাজ্ঞ ও দেশপ্রেমিক গণমাধ্যমকর্মীকে হারালাম।

জামায়াতের মহানগরী নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন।

তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সাবরে জামিল ধারণের তাওফিক কামলা করেন।

news24bd.tv/তৌহিদ