দুর্বল ব্যাংককে ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যাবে তিন দিনেই

সংগৃহীত ছবি

দুর্বল ব্যাংককে ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যাবে তিন দিনেই

নিজস্ব প্রতিবেদক

দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট নিরসনের প্রক্রিয়া আরও একধাপ এগুলো। এসব ব্যাংককে তারল্য সহায়তা দিতে বুধবার বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করে ১০টি ব্যাংক। যেখানে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া ঋণের টাকা ফেরতের নিশ্চয়তা দিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বেশ কিছুদিন ধরেই তারল্য সংকটে ভুগছে গেল দেড় দশকে লুটপাটের শিকার ব্যাংকগুলো।

দুর্বল এসব ব্যাংককে তারল্য সহায়তা দিতে সম্প্রতি চুক্তিও করেছে বাংলাদেশ ব্যাংক।

সংকটে থাকা ব্যাংকগুলোকে ঋণ দেয়ার বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বৈঠকে বসেন ১০ ব্যাংকের ব্যবস্থাপকরা। সেখানে আলোচনা হয় দুর্বল ব্যাংককে দেয়া ঋণের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া নিয়ে। বৈঠকে গভর্নর আশ্বস্ত করেন, ফেরত চাওয়ার তিনদিনের মধ্যেই টাকা পাবে ঋণদাতা (সবল) ব্যাংক।

এসময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, দুর্বল ব্যাংকগুলো নিজেদের ইচ্ছে মতো টাকা ধার নিতে পারবে না সবলদের থেকে। ঋণের পরিমাণ ও সুদহার নির্ধারণ করবে খোদ বাংলাদেশ ব্যাংক।

এদিকে গেল ৫ আগস্টের পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে সদ্য এসআলম মুক্ত হওয়া ইসলামী ব্যাংকের শেয়ারদর। অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে ডিএসইকে তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক