লেবাননে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ইতোমধ্যেই লেবাননজুড়ে প্রায় ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হতে পারে।
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, "এটি সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা হবে"।
লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি বলেছেন, বিমান হামলার ঢেউ বৈরুত এবং দক্ষিণ সীমান্ত এলাকাসহ দেশের অন্যান্য অংশ থেকে লোকজনকে পালিয়ে যেতে বাধ্য করেছে।
এদিকে বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার দুই দিন পর- লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববারের হামলায় ৫০ জনেরও বেশি লোক নিহত হওয়ার খবর দিয়েছে। এই হামলার জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে আরও রকেট নিক্ষেপ করেছে।