দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মেগাস্টার চিরঞ্জীবী তার সম্প্রতি করা মন্তব্যের জন্য ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন। অভিনেতার বক্তব্যে প্রকাশ পায় তার লিঙ্গবৈষম্য মনোভাব, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চিরঞ্জীবী সম্প্রতি জনপ্রিয় অভিনেতা ব্রহ্মানন্দমের ব্রহ্মা আনন্দম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার দর্শকের সামনে তিনি বলেন, নিজের বাড়িতে চারজন নাতনির উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং দাবি করেন, আমাদের পারিবারিক পরম্পরা বজায় রাখতে এবার একটা ছেলে চাই। তবে আমি ভয়ে ছিলাম, মেয়েই হবে। যদিও নাতনি আমাদের চোখের মণি। তিনি আরও বলেন, বাড়িতে এত মেয়ে, চারপাশে শুধুই নাতনি। বাড়ি ফিরলে মনে হয় লেডিস হোস্টেলে আছি। তাই রাম চরণকে বলেছিলাম, পারিবারিক পরম্পরা বজায় রাখতে একটা ছেলে চাই।...
চিরঞ্জীবীর লিঙ্গবিদ্বেষী মন্তব্যে বিতর্কের ঝড়
অনলাইন ডেস্ক
![চিরঞ্জীবীর লিঙ্গবিদ্বেষী মন্তব্যে বিতর্কের ঝড়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739375840-ffa8d13fc367c871416e2d7a9a9af47d.jpg?w=1920&q=100)
লন্ডনে ভ্যালেন্টাইন্স কনসার্টে গাইবেন আসিফ আকবর
অনলাইন ডেস্ক
![লন্ডনে ভ্যালেন্টাইন্স কনসার্টে গাইবেন আসিফ আকবর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739375695-e32a85dbc8e818bf0bdf3b782c350627.jpg?w=1920&q=100)
বাংলা গানের জনপ্রিয় তারকা আসিফ আকবর দেড় যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যের মাটিতে গাইতে যাচ্ছেন। বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স কনসার্টে গাইবেন তিনি, সাথে থাকছে তাঁর পুরো দল। কনসার্টটির আয়োজক যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইঅন টিভি। আয়োজকরা জানান, কনসার্টটি যুক্তরাজ্য ও ইউরোপ প্রবাসী বাঙালিদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। আসিফ আকবর জানান, কনসার্টে তিনি তার জনপ্রিয় সব গান পরিবেশন করবেন। সরাসরি প্রবাসীদের সাথে সময় কাটাতে মুখিয়ে আছেন তিনি। নের পারফরম্যান্স নিয়ে দর্শকদের একটি চমৎকার কনসার্ট উপহার দিতে চান। ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশেষ কনসার্ট। আগামী রবিবার (২৩শে ফেব্রুয়ারি) লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি-তে অনুষ্ঠিত হবে এই জমকালো সঙ্গীত আয়োজন। বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের কাছে আসিফ...
‘হৃদয় ভাঙার’ খবর জানালেন আতিফ আসলাম!
অনলাইন ডেস্ক
![‘হৃদয় ভাঙার’ খবর জানালেন আতিফ আসলাম!](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739369885-8345976e8eacc6011255cc6178e59600.jpg?w=1920&q=100)
পাকিস্তানি গায়ক আতিফ আসলাম এশিয়ায় অনেক জনপ্রিয়। তার এই জনপ্রিয়তার অন্যতম কারণ তার গানে একইসঙ্গে আনন্দ ও বেদনার মিশ্রণ ফুঠে উঠে। আর আনন্দ-বেদনা উভয় সৌন্দর্য কণ্ঠে হৃদয়ে ধারণ করে গানগুলোকে আপন করে নিতে পারেন বলেই হয়তো আতিফের গানের ভক্ত তরুণ-তরুণীরা। তবে এবার হৃদয় ভাঙার পোস্ট শেয়ার করেছেন জনপ্রিয় এই তারকা। তবে সত্যি সত্যি হৃদয় ভাঙেনি তার। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে মজা করে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। ভিডিওতে আতিফ আসলামকে রাস্তার পাশে বসে থাকতে দেখা যাচ্ছে বিষণ্ণ চেহারায়। আর তার সামনেই আলোকিত একটি বিয়েবাড়ি। আর ভিডিওতে লিখেছেন: সে বলত, আমি একা মরে যাব, আর কাউকে বিয়ে করব না। আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে তার আইকনিক গান তেরে বিন। আর পোস্টে ভক্তদের সতর্ক করে দিয়েছেন মজার ক্যাপশন- এই ভ্যালেন্টাইন্স ডেতে কেউ নিরাপদ নয়...।...
‘আমি বাংলায় গান গাই’ খ্যাত শিল্পী আইসিইউতে
অনলাইন ডেস্ক
![‘আমি বাংলায় গান গাই’ খ্যাত শিল্পী আইসিইউতে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739368099-2a66dde8a8c95da351dadc60b0e2148b.jpg?w=1920&q=100)
পশ্চিমবসের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমি বাংলায় গান গাই গানের এই জনপ্রিয় শিল্পী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল মুখোপাধ্যায়। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এর সঙ্গে তিনি আক্রান্ত হন নিউমোনিয়ায়। বর্তমানে আইসিইউতে রয়েছেন। বাংলাদেশে প্রতুল মুখোপাধ্যায় প্রথম এসেছিলেন ১৯৪২ সালে, বাবার সঙ্গে এরপর আসেন ২০১০ সালে ২৬ মার্চ। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের ভূমি এখানকার মানুষ আমার কাছে খুব আপন লাগে। মনে হয় এটা ভিন্ন কোনো জায়গা না। বাংলাদেশকে আমার নিজের ঘরের মতোই লাগে। তার উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- পাথরে পাথরে নাচে আগুন (১৯৮৮), যেতে হবে (১৯৯৪), ওঠো হে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর