পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। কারাগারে বন্দি পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার দাবি নিয়ে দেশটির প্রধান রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক- ই ইনসাফ (পিটিআই) শনিবার (৫ অক্টোবর) রাজধানী ইসলামাবাদে একদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করে পরবর্তীতে একে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
এদিকে পিটিআই-এর নেতারা জানিয়েছেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে।
গতকাল শনিবার এই বিক্ষোভ মোকাবেলায় পুলিশ শহরের রাস্তাঘাট বন্ধ করে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ছোড়ে।
পিটিআই-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নেতা আলী আমিন গান্দাপুরকে ‘অপহরণ করে অবৈধভাবে আটক’ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে ইসলামাবাদ-পেশোয়ার হাইওয়েতে কয়েক হাজার বিক্ষোভকারীর নেতৃত্ব দেন গান্দাপুর। পুলিশ তাদের শহরে প্রবেশ ঠেকানোর জন্য টিয়ারগ্যাস ব্যবহার করে।