শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৌনে এক কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও একটি পিকআপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় লিমন সিমসাং (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে তাকে আটক করা হয়। লিমন ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, উদ্ধার শাড়ি ও পিকআপসহ আটক যুবককে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে। news24bd.tv/তৌহিদ
সীমান্ত দিয়ে আসছিল পৌনে ১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি
শেরপুর প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে দুজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম। নিহত হারুনঅর রশিদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে আর আব্দুল খালেকের বাড়ি ওই একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে। পুলিশ জানায়, রাতে পীরগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে হারুন অর রশিদ ও আব্দুল খালেক দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। পথে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের চাপোর নামক স্থানে বীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মহেন্দ্র ট্রাক্টরের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা হারুন অর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়। পরে তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে...
৭৮ বছর বয়সেও বিয়ে করেননি প্রেমে ব্যর্থ গোলজার!
গান-কবিতা লিখে দৃষ্টান্ত স্থাপন
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে করেননি এবং প্রেমিকার জায়গা দখল করতে দেয়নি কাউকে। সারা জীবনে যতো আয় রোজগার করেছেন তা সব দিয়ে বাড়ির পাশে নির্মাণ করেছেন মসজিদ। শুধু তা-ই নয় বেঁচে থাকতেই মায়ের কবরের পাশে নিজের কবরের জায়গা রেখেছেন গোলজার হোসেন। ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার পৌরসভাধীন পারবতীপুর গ্রামে তার বাড়ি। স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরেন। ১৮ বছর বয়সে গ্রামের এক নারীকে পছন্দ করে তার সাথে সংসার করার স্বপ্ন দেখেন তিনি। ভালোবেসে বন্ধুর মাধ্যমে চিঠি দিয়ে বিয়ের প্রস্তাবও দেন ওই নারীকে। পরে ওই নারী বিয়ের প্রস্তাব প্রত্যাখান করলে সেই থেকে আর বিয়ে না করে একাকী জীবন পার করছেন বৃদ্ধ গোলজার। যুবক বয়সে প্রথম প্রেমে ব্যর্থ হওয়ায় বুকভরা কষ্ট নিয়ে আছেন তিনি। মণ খারাপ হলেই হাতে শুধু একটি রেডিও ও ক্যাসেট নিয়ে ঘর থেকে বেরিয়ে যান...
খুলনায় শ্রমিক-শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের ওপর হামলা ও একই সাথে দুই শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় বাস শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনা, নৌ, বিজিবি ও পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর থেকে সড়ক অবরোধ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খুবি শিক্ষার্থীরা জানায়, গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের বাসে করে একজন শিক্ষার্থী খুলনায় আসার পথে তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় বিচারের দাবিতে অন্য শিক্ষার্থীরা বাসস্ট্যান্ডে গেলে তাদের চড়াও হয় বাস শ্রমিকরা। এসময় খুবির দুই শিক্ষককে লাঞ্ছিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে সহস্রাধিক শিক্ষার্থী বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর