ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলের ১১তম আসরে শুভসূচনা করেছিল গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে নিজেদের দ্বিতীয় ম্যাচেও। সিলেটকে ৩৪ রানে হারিয়ে টুর্নামেন্টে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে বসুন্ধরা গ্রুপের দলটি। চার উইকেট তুলে নিয়ে এই জয়ের অন্যতম নায়ক নাহিদ রানা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আগে ব্যাট করে সিলেটকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে পারে সিলেট। এতে ৩৪ রানের জয় পায় রংপুর রাইডার্স। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৩ বলে ২ রান করে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন জর্জি মানজি। তিনে ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেননি জাকির হাসানও। ১২ বলে ১৮ রান করে বোল্ড আউট হন এই বাঁহাতি ওপেনার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি...
রংপুরের ব্যাক টু ব্যাক জয়, নাহিদ রানার দুর্দান্ত বোলিং
অনলাইন ডেস্ক
জয় দিয়ে বছর শেষ বসুন্ধরা কিংসের
অনলাইন ডেস্ক
সময়টা কঠিন যাচ্ছিল বসুন্ধরা কিংসের। সর্বশেষ তিন ম্যাচে জয়হীন ছিল বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। তবে বছরের শেষটা হাসিমুখেই শেষ করেছে ক্লাবটি। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ফেডারেশন কাপের রোমাঞ্চকর ম্যাচে পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস অ্যারেনায় জয়ে ফিরতে মরিয়া বসুন্ধরা শুরুতে এগিয়েও যায়। মিগেইল ফিগেইরার কর্নার থেকে ৬ মিনিটে দলকে লিড এনে দেন তপু বর্মন। তবে লিড পাওয়ার আনন্দ দ্রুতই মিইয়ে যায়। ফিরতি মিনিটেই যে পুলিশকে সমতায় ফেরান আল-আমিন। ইসা ফয়সালের ক্রস ধরে বসুন্ধরার দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বের হয়ে দারুণ গোল করেন এই ফরোয়ার্ড। তবে ৪ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় বসুন্ধরা। ১১ মিনিটে দলকে দ্বিতীয়বার লিড এনে দেন অধিনায়ক মিগেইল। স্বদেশি জোনাথন ফার্নান্দেসের পাস থেকে বাঁ পায়ে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২৫...
সিলেটকে ১৫৬ রানের লক্ষ্য ছুড়ে দিলো রংপুর
অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ১৫৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে রংপুর রাইডার্স। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুরে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানের পুঁজি পায় রংপুর। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে রংপুর দলীয় ২২ রানে হারায় ওপেনার অ্যালেক্স হেলসকে (৬)। স্কোরবোর্ডে আর ৬ রান যোগ হতে ফিরে যান সাইফ হাসান (৪) এবং স্টেভেন টেইলরও (১২)। এরপর ৪১ রানের জুটি গড়েন দুই পাকিস্তানি ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। খুশদিল ২১ রানে ফিরলে ভাঙে এ জুটি। এরপর নুরুল হাসান সোহান এবং শেখ মেহেদী হাসানকে নিয়ে বাকি সময়টা উইকেটে টিকে থাকেন ইফতিখার। যদিও শেষ সময়ে সেভাবে রান বাড়াতে পারেননি এই অভিজ্ঞ। ৪২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন তিনি। সোহান অবশ্য খেলেছেন হাত খুলে। ফেরার আগে ২৪ বলে...
টসে জিতে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করবে রংপুর
অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স একাদশ: স্টেভেন টেইলর, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, রাকিবুল হাসান, কামরুল ইসলাম, নাহিদ রানা। সিলেট স্ট্রাইকার্স একাদশ: জর্জ মুনশে, পল স্টার্লিং, জাকির হাসান, রনি তালুকদার, জাকের আলী, সামিউল্লাহ শিনওয়ারি, আরিফুল ইসলাম (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, নিহাদুজ্জামান, রিস টপলি, আল-আমিন হোসেন। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর