বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮ জন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যার অব্যাহতি দেওয়া ৮ জন কনস্টেবলকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পুলিশ একাডেমির এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেলানারেল মাসুদুর রহমান। তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। একাডেমির আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ জন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়। তারও আগেপুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০ তম এসআই ব্যাচের প্রায় ২৬০ জন এবং প্রশিক্ষণরত ৪০ তম বিসিএস পুলিশ ব্যাচের বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়।...
এবার পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি
এখন থেকে ঢাকা ওয়াসায় প্রবেশে লাগবে পাস
অনলাইন ডেস্ক
ঢাকা ওয়াসা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নতুন নীতিমালা চালু করেছে। এখন থেকে কোনো বহিরাগত ব্যক্তি পাস ব্যতীত ঢাকা ওয়াসার ভবনে প্রবেশ করতে পারবেন না। শুক্রবার (৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে ওয়াসা কর্তৃপক্ষ। ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান এক অফিস আদেশে জানান, নিরাপত্তা কার্যক্রম জোরদার ও অগ্নিকাণ্ড প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ১. পাস ব্যতীত কোনো বহিরাগত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ। ২. ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক। ৩. ভিজিটরদের অস্থায়ী আইডি কার্ড সংগ্রহ করতে হবে এবং তা দৃশ্যমান রাখতে হবে। ৪. আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা চালু করা। ৫. ওয়াসার সব স্থাপনার নিরাপত্তা কার্যক্রম দিনরাত মনিটরিংয়ের মাধ্যমে জোরদার করা। এই উদ্যোগগুলো কার্যকর...
‘আয়নাঘর’ নিয়ে নতুন তথ্য জানালেন উপদেষ্টা সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতে ছিল, হোটেলে ছিল, ব্যক্তিগত বাড়িতেও ছিল। আপনারা শুধু এক জায়গার কথা জানেন। বাকি কথা জানেন না। অচিরেই হয়তো জানতে পারবেন। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণজয়ন্তী ও ৫৬ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, যতদিন আমরা থাকি, চেষ্টা করবো মানুষ ও দেশের জন্য কিছু করার। দেশটা এমন তছনছ হয়ে গেছে যে ঠিক করা ভেরি ডিফিকাল্ট (খুব কঠিন), শুধু আমাদের জন্য না, আগামীতে যারা সরকারে আসবে তাদের জন্যও। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশে এমন চুরি হয়েছে যে এই চুরিকে আমি সাগর চুরি বলি না, প্রশান্ত মহাসাগরের মতো চুরি হয়েছে।...
শীত নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক
গত দুদিনে ঢাকার আকাশে সূর্যের দেখা পাওয়া যেন স্বপ্নে পরিণত হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার আকাশ ছিল ধূসর কুয়াশায় মোড়ানো। কনকনে ঠান্ডা হাওয়া আর দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়া শীতের প্রকোপ বাড়িয়েছে। সন্ধ্যার পর কুয়াশার চাদরে আরও ঘন হয়েছে শীতের দাপট। রাজধানীর বিভিন্ন এলাকায় রাতে ঝিরঝিরে বৃষ্টির মতো কুয়াশা পড়ার খবর পাওয়া গেছে। ফলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া এড়িয়ে চলছেন অনেকে। এমন আবহাওয়ার মধ্যে ঢাকার শীত কতদিন স্থায়ী হতে পারে, তা নিয়ে আশার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাত ৮টায় আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, চলমান শীতের প্রকোপ শনিবার (৪ জানুয়ারি) থেকে কিছুটা কমতে পারে। তিনি বলেন, আশা করা যাচ্ছে, আগামীকাল সূর্যের দেখা মিলবে। ফলে তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় বাড়বে। রাজধানীতে জানুয়ারিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর