র্যাগিংয়ের দায়ে আজীবন বহিষ্কৃত১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা গেছে। অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং ২৩৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে আজীবন বহিষ্কার ও নিষিদ্ধের শাস্তি প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীরা হলেন মো. পাবন মিয়া, মো. রিয়াজ হোসেন, পায়েল আহমেদ, মো. খালেদ সাইফুল্লাহ, রামিম আহমদ, মো. রাকিব হোসেন, অশেষ চাকমা, সৌরভ নাথ, শরিফুল ইসলাম, অনিক দাস, মো. ফাহিম মিয়া, নয়ন চন্দ্র দে, মো. তোহা মিয়া, মো. আশিক হোসেন, মো. আল আমিন ও মো. আপন মিয়া। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের...
র্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত শাবিপ্রবির ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
স্মার্ট পরিচয়পত্রের ভোগান্তি সমাধানে ঢাবি শিক্ষার্থীদের পাঁচ দাবি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মার্ট পরিচয়পত্রের ফি কমানো, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর প্রথম সপ্তাহের মধ্যে স্মার্ট পরিচয়পত্র প্রদান, স্মার্ট পরিচয়পত্র হারিয়ে গেলে ভোগান্তি ছাড়াই স্বল্পমূল্যে পুনরায় স্মার্ট পরিচয়পত্র প্রদান এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সকল কাজে একাধিক পরিচয়পত্র বাদ দিয়ে শুধুমাত্র স্মার্ট পরিচয়পত্রের মাধ্যমে সকল সেবা নিশ্চিত করার লক্ষে আজ ১৫ (জানুয়ারি) শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছে উপাচার্য বরাবর। শিক্ষার্থীরা উপাচার্য বরাবর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে গত ৮ বছর যাবত ৬০০ টাকা নিয়ে স্মার্ট পরিচয়পত্র প্রদান করে থাকে। এই ফি অত্যন্ত বেশী এবং অযৌক্তিক। বর্তমানে বাজারে ১৫০-২০০ টাকার মধ্যে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন চিপযুক্ত কার্ড পাওয়া যায়। অধিকন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব...
১২ দফা দাবিতে রুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন
রাজশাহী প্রতিনিধি
পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালুসহ ১২ দফা দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা৷ এসময় তারা মুল ফটকে তালা মেরে দেন। এসময় শিক্ষার্থীরা বলেন, পরীক্ষায় কোডিং সিস্টেম চালু, সেমিস্টারের রেজাল্ট ও গ্রেডশিট দ্রুত প্রকাশ করতে হবে এবং খাতা রিভিউ করার সুযোগ দিতে হবে৷ এছাড়া ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ১২ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা৷ বুধবার সকাল ৯টা থেকে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এসময় তারা ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করেন। অফিসার সমিতির সভাপতি জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের আবেদনের যোগ্যতা থাকলেই পোষ্য কোটার মাধ্যমে ভর্তি নিতে হবে। আগামীকালও কর্মবিরতি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আন্দোলন চললেই প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন যোগাযোগ করা হয়নি। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। এর আগেও গত সপ্তাহে কর্মবিরতি পালন করে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে গত ২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকছে না বলে জানান উপাচার্য সালেহ্ হাসান নকীব।...