নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনজীবনে স্বস্তি আনতে রাজধানী ঢাকার ছয়টি স্থানে জনতার বাজার বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। মধ্যস্বত্বভোগীর এই দৌরাত্ম্য কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। তিনি বলেন, পর্যায়ক্রমে এসব বাজারের সংখ্যা আরো বাড়বে এবং রমজানে এসব বাজারের মাধ্যমে ভোক্তাদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে। শনিবার (১৮ জানুয়ারি) কামরাঙ্গীচর কুড়ারঘাট মেডিকেল মোড়ে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি। জেলা প্রশাসক জানান, রাজধানীর কামরাঙ্গীচরের কুড়ারঘাট মেডিকেল মোড়, মোহাম্মদপুর, গুলশান, মিরপুর, বাড্ডা ও ডেমরা এলাকায় ন্যায্যমূল্যের এই বাজারগুলো বসবে। জনতার এই বাজারে মাছ, মাংস, দুধ, ডিম, সবজিসহ নিত্যপণ্য সাশ্রয়ী দামে বিক্রি হবে। মতবিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসক...
রাজধানীর যে ৬ স্থানে বসছে ‘জনতার বাজার’
অনলাইন ডেস্ক
কাকরাইলে ৩ তলা থেকে পড়ে প্রাণ গেল রং মিস্ত্রির
অনলাইন ডেস্ক
রাজধানীর কাকরাইলে আঞ্জুমান জেড টাওয়ারে তিন তলা থেকে পড়ে মোহাম্মদ তাইজুল নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান । তাইজুলকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী দেলোয়ার হোসেন বলেন, সকালে কাকরাইলের আঞ্জুমান জেড টাওয়ারে রং করার সময় অসাবধানতাবশত তিন তলা থেকে নিচে পড়ে যান তাইজুল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রমনা থানা পুলিশকে জানানো...
রাজধানীতে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে পুষ্পিতা (২১) নামে এক ইডেন মহিলা কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবেশী জগদীশ বলেন, পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুষ্পিতার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।...
বায়ুদূষণে আজও দ্বিতীয় ঢাকা, ৬ এলাকা ঝুঁকিপূর্ণ
অনলাইন ডেস্ক
এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এদিন ঢাকার ৬ এলাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। সূচকে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৮.৮ গুণ বেশি রয়েছে। এসময় ঢাকার গোঁড়ান (৪০০), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩৬৪), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩৪৬), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (৩৪৫), গুলশান লেক পার্ক (৩৩০) ও সাভারের হেমায়েতপুর (৩১২) এলাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এছাড়া মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৯০), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৮২), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর