এখনও মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার খবর জানালেন তার ছোটবোন সোহা আলি খান। সোহা আলি খান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে ভাইয়া (সাইফ আলি খান) দ্রুত সেরে উঠছেন। আর কোনও বড় বিপদ যে হয়নি, তাতেই আমরা খুশি। যারা দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদের ধন্যবাদ জানাই।’ বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। হামলার পর রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচার শেষে এখন লীলাবতী হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন সাইফ। আগামী ২১ জানুয়ারি সাইফ হাসপাতাল ছাড়তে পারেন বলে জানা গেছে। news24bd.tv/TR
সাইফের শারীরিক অবস্থা কেমন জানা গেল
অনলাইন ডেস্ক
শাবনূরের জন্যই গানে ফেরা ঝুমুরের
অনলাইন ডেস্ক
শাবনূরের আপন ছোট বোন কাজী জাসিকা জারিন ঝুমুর। ঝুমুর একজন সংগীতশিল্পী এ কথা সবারই জানা। কিন্তু ২০০১ সালে ঝুমুর উচ্চশিক্ষার জন্য উড়াল দেন অস্ট্রেলিয়ার সিডনিতে। এরপর পড়াশোনা আর চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ফলে সংগীত জগৎ থেকে বিছিন্ন হয়ে পড়েন। কিন্তু গত বছরের শেষ দিকে আবারও তাঁর কণ্ঠে একটি কাভার গান প্রকাশিত হয়েছে। মাসখানেকের ব্যবধানে এবার নতুন একটি গান প্রকাশিত হলো। সুখ তুমি নিয়ো, দুখ আমায় দিয়ো গানটির ভিডিও বানিয়েছেন বড় বোন শাবনূর। ঝুমুরের জন্মদিন উপলক্ষে গানটি আজ (২০ জানুয়ারি) ঝুমুর মেলোডি ইউটিউবে প্রকাশিত হয়েছে। ঝুমুর জানান, ২০০৫ সালের দিকে গানটির ভিডিও বানানো হয়। তখন ভিডিওটি পরিচালনা করেন শাবনূর। মূলত শাবনূরের উৎসাহেই এই গানের ভিডিও বানানো হয়। আবারও শাবনূরের উৎসাহে গানে ফিরে আসা ঝুমুরের। বোন শাবনূরের চেয়ে বড় অনুপ্রেরণাদায়ী শ্রোতা দুনিয়াতে...
পরিচালক গর্ভপাতে বাধ্য করায় অভিনয় ছাড়েন অভিনেত্রী?
অনলাইন ডেস্ক
মডেল মানান্দা করিমি ছিলেন একজন ইরানি অভিনেত্রী। তবে বলিউডের সিনেমা কেয়া কুল হ্যায় হাম ৩ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি চর্চায় আসেন। এর আগে বিগ বসে অংশগ্রহণ করে লাইমলাইটে উঠে আসেন তিনি। অভিনয় ছেড়ে তিনি মন দিয়েছেন ইন্টেরিয়ার ডিজাইনিং এবং শিক্ষকতা পেশায়। সম্প্রতি ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, অভিনয় এমন একটি কাজ ছিল যা আমি কখনই পছন্দ করিনি, এই শিল্পও নয়। আমি সেখানে যে সময় কাটিয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এটি এমন কিছু ছিল না যার জন্য আমি ক্ষুধার্ত বা পাগল ছিলাম। এখনও আমার কাস্টিং ডিরেক্টর বন্ধুরা আমাকে অডিশনের জন্য ডাকে এবং আমাকে বলতে হবে যে আমার এত সময় নেই। আমার প্রকল্প, ইভেন্ট এবং আমার স্কুল রয়েছে যার উপর আমি বর্তমানে ফোকাস করছি। এর আগে কঙ্গনা রনৌতের শো লক আপের মঞ্চে মান্দনা জানিয়েছিলেন, স্বামী গৌরব গুপ্তার সঙ্গে বিচ্ছেদের পর খুব কঠিন...
স্বামীর সঙ্গে চমকের ঝগড়ার কারণ অন্য মেয়েরা!
অনলাইন ডেস্ক
ছোটপর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। সাবলীল অভিনয়ের জন্য দর্শকদের নজর কেড়েছেন তিনি।চমক একজন চিকিৎসকও। অভিনয়ের পাশাপাশি চিকিৎসা সেবাতেও সময় দেন। সরব থাকেন সোশ্যাল মিডিয়াতেও। রোববার (১৯ জানুয়ারি) এ অভিনেত্রী স্বামী আজমান নাসিরকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন। এদিন ছিল তার স্বামীর জন্মদিন। ফেসবুকে চমক লিখেছেন, প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। তোমার বাবা-মাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে এ পৃথিবীর আলো দেখানোর জন্য। এই পৃথিবীতে তোমার উপস্থিতির জন্য আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারি না। আমি বলতে চাই, আমি তোমার সাথে অন্তত হাজারো অলস সূর্যাস্ত দেখতে দেখতে চা পান করতে চাই। তিনি লেখেন, সকালে ঘুম থেকে উঠে আলিঙ্গন করতে চাই, আমাদের মধ্যরাতে পাগলামি, নির্বোধ অর্থহীন লেখা সঙ্গে হাজারো কফি ডেট। অন্য মেয়েরা আজমান নাসিরের ছবি পছন্দ করলে চমক ঝগড়াও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর