নিউইয়র্কে রাইড শেয়ারিং কোম্পানি উবার ও লিফটের চালকদের মজুরি চুরির ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৩২ কোটি ৮০ লাখ ডলার ফেরত দেওয়া হচ্ছে। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কারস অ্যালায়েন্স (NYTWA) ক্ষতিগ্রস্ত চালকদের এ অর্থ প্রদান করছে, যার আবেদন করার শেষ সময় ৩১ মার্চ। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে উবার ও লিফটের ট্যাক্সি চালানো প্রায় ৯০ হাজার চালক এই অর্থ পাওয়ার যোগ্য। ইতোমধ্যে ৬৫ হাজার চালক অর্থ পেয়েছেন, তবে এখনো ২৫ হাজার চালক আবেদন করেননি। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) নিউইয়র্ক সিটির ব্রুকলিনে লিটল বাংলাদেশ-এর পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেদন করতে বাকি থাকা চালকদের প্রতি আহ্বান জানান সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ। ২০১৪-২০১৭ সালে ব্ল্যাক কার ফান্ড সারচার্জ নামে চালকদের ট্রিপ থেকে বেআইনিভাবে অর্থ কেটে রাখে উবার ও লিফট, যা আদতে যাত্রীদের পরিশোধ করার কথা ছিল।...
নিউইয়র্কে চুরির অর্থ ফিরে পাচ্ছেন ট্যাক্সি চালকরা, আবেদন ৩১ মার্চ পর্যন্ত
অনলাইন ডেস্ক

বিদেশ-বিভূঁইয়ে রমরমা প্রবাসীদের ঈদ বাজার
অনলাইন ডেস্ক

মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের বাকি মাত্র কয়েকদিন। বিশ্বের বিভিন্ন দেশের মতো মালয়েশিয়ার বিপণীবিতানগুলোতেও প্রবাসী ক্রেতাদের পদচারণা বৃদ্ধি পেয়েছে। যদিও রাজধানী কুয়ালালামপুরের অনেক বাসিন্দা আসন্ন ঈদুল ফিতর উদযাপনের জন্য তাদের নিজ শহরে ফিরে যেতে শুরু করেছেন। তবে অনেকে এখনো রাজধানীতে রয়েছেন এবং শেষ সময়ে কেনাকাটা সেরে নিচ্ছেন। ক্রেতাদের প্রধান পছন্দের জিনিসগুলোর মধ্যে রয়েছে রায়া পোশাক যেমন বাজু কুরং, বাজু মেলায়ু, টুডুং এবং সোংকোক। কেনাকাটার জন্য জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত বেশ কয়েকটি শপিংমল ঘুরে দেখা গেছে, প্রতিটি শপিংমলে ক্রেতাদের ভিড়। ইফতারের পর ভিড় আরও বেড়ে যায়। যেখানে প্রবাসীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। কুয়ালালামপুরের সেগো শপিংমলের বাথ অ্যান্ড বডি ওয়ার্কস আউটলেটের সহকারী ব্যবস্থাপক অ্যামি আরিফিন...
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ জন
অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে আরও ১৪৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। তাদের ছয়জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা দেশে ফেরেন। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৪৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ৫৫ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবশিষ্ট ৮৯ জন বিপদগ্রস্ত অবস্থায় মিসরাতা ও ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটযোগে বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছান। news24bd.tv/তৌহিদ
প্যারিস দূতাবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপিত
অনলাইন ডেস্ক

বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিন সকালে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত সকলকে নিয়ে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর, মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর