কক্সবাজারের টেকনাফে বাহারছড়া পাহাড় থেকে ১০ রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে টেকনাফ বাহারছড়া মধ্যম কচ্চপিয়া পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, বাহারছড়া কচ্ছপিয়া এলাকার মো. হারুন (২৫), একই এলাকার নুর মোহাম্মদ (১৯)। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার রহমত উল্লাহ। তিনি বলেন, পাহাড়ের চূড়া থেকেই ১০ রোহিঙ্গাসহ মোট ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়। আটক আসামিরা পরস্পর যোগসাজশে ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এনে মুক্তিপণ আদায় করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বাংলাদেশি ও বাস্তুচ্যুত রোহিঙ্গা শরাণার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান...
টেকনাফে রোহিঙ্গাসহ উদ্ধার অপহৃত ১৫ জন, আটক ২
অনলাইন ডেস্ক
মাদারীপুরে ‘মানবপাচারকারী মাফিয়া’কে গণপিটুনি, ভিডিও ভাইরাল
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে কামাল মাতুব্বর (৫৫) নামে এক মানবপাচারকারী মাফিয়াকে গণপিটুনির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। গতকাল বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের মৃত কাদের মাতুব্বরের ছেলে কামাল মাতুব্বরকে বেশকিছু লোকজন ঘিরে ধরে মারধর করছেন। জানা গেছে, বৃহস্পতিবার দুুপুরে কামাল একটি মামলার হাজিরা দিতে আদালতে আসেন। পরে একাধিক ভুক্তভোগী তাকে গণপিটুনি দিয়ে মাদারীপুর সদর থানায় সোপর্দ করেন। তার বিরুদ্ধে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের শতাধিক যুবককে উন্নত জীবন আর ভাগ্য বদলের স্বপ্ন দেখায় কামাল। পরে তাদের লিবিয়া দিয়ে অবৈধপথে ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে। এরপর লিবিয়াতে আটকে রেখে দফায় দফায় নির্যাতন করে। এরপর...
দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হোক: আব্দুল আউয়াল মিন্টু
বগুড়া প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেনে, আওয়ামী লীগ অন্যায় করেছে, সন্ত্রাস করেছে। তাদের ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেয়নি এটা দুঃখের বিষয়। আওয়ামী লীগ দেশে যখন সরকার গঠন করেছে, তখনই দেশকে দুর্বৃত্তায়ন এবং অপরাধের দিকে ধাবিত করেছে। যার জন্য সবসময় দেশের রাজনীতি ও অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই এদের সবারই বিচার হোক। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবেন কি, পারবেন না সেটা জনগণ বিচার করবে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় বগুড়া শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতলে আয়োজনে দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল...
সিলেট সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় সোয়া ৫ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ( ২৪জানুয়ারি ) সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, চিনি, রসুন, গরু, চকলেট, কম্বল, কমলা, ওষুধ, মাছসহ বিভিন্ন ধরনের মাদক। জব্দ করা এসব পণ্যের বাজার মূল্য ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭০০ টাকা বলে জানায় বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, জব্দ মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে। news24bd.tv/RU/নাহিদ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর