রাজশাহীর চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ডি এম বাবুল মনোয়ার দেওয়ান অপহরণের একদিন পর মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। বুধবার সন্ধ্যায় রাজশাহীর সাহেব বাজারের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। চেয়ারম্যান বাবুল চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি রাজশাহী শহরের একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন। অপহরণের পর বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে মুখ খুলতে অনিচ্ছুক ছিলেন। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, চেয়ারম্যানের ভাই পরিচয় দিয়ে একজন অপহরণের বিষয়ে থানায় জানিয়েছিলেন। ঘটনাটি বোয়ালিয়া থানার আওতাধীন হওয়ায় আমরা সেখানকার ওসির সঙ্গে...
অপহরণের একদিন পর মুক্তি পেলেন চেয়ারম্যান বাবুল
অনলাইন ডেস্ক
মায়ের জানাজা পড়তে গিয়ে ছেলেরও মৃত্যু
অনলাইন ডেস্ক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পূর্ব ফতেপুর উপজেলার নান্দুরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। মৃত্যুর পর মা ও ছেলেকে একসঙ্গে দাফন করা হয়। মারা যাওয়া কৃষকের নাম ইয়াছিন প্রধান (৬২)। তাঁর বাড়ি উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামে। তিনি এক ছেলেসন্তানের বাবা। চার ভাই ও তিন বোনের মধ্যে ইয়াছিন সবার বড় ছিলেন। তিনি এলাকায় কৃষিকাজ করতেন। ইয়াছিন প্রধানের ছেলে সায়মন হোসেন বলেন, একই দিন তাঁর বাবা ও দাদির মৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। এক দিনে দুজনের মৃত্যু মেনে নেওয়া কঠিন। তবু মানতে হচ্ছে। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে নান্দুরকান্দি গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম (৮২) মারা...
শনিবার শতাধিক এলাকায় বিদ্যুৎ থাকবে না
অনলাইন ডেস্ক
সিলেট মহানগরের শতাধিক এলাকায় আগামীকাল শনিবার ৯ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। আজ শুক্রবার সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়ম, শনিবার সিলেট মহানগরীর কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা, আবার কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। কারণ হিসেবে মেইন্টেনেন্সের কথা বলেছে বিদ্যুৎ বিভাগ। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। এতে আরও বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যতরপুর, মৌবন আ/এ, ঝেরঝেরিপাড়া, মিরাবাজার, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, এমসি কলেজ, মৌচাক, পুষ্পায়ন আ/এ, ভাটাটিকর, সোবহানীঘাট বিশ্বরোড, চালিবন্দর, কাস্টঘর, বন্দর বাজার রোড, বঙ্গবীর, জেলরোড, আমজাদ আলী রোড, লালদিঘীরপাড়, হকার্স...
ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুইজনের
নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল মহাসড়ক এলাকায় ঘন কুয়াশার কারণে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কের নয়াবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম নামে ট্রাকের এক যাত্রী এবং ভোর বেলা কাছিকাটা দশ নম্বর ব্রিজ এলাকায় বাস চাপায় পৃষ্ঠ হয়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় কারণে কিছু সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যানচলাচল নিয়ন্ত্রণে আনে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। News24d.tv/কেআই
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর