বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী এলাকার সীমান্তবর্তী অঞ্চলে মাইন বিস্ফোরণে পা হারিয়েছেন মো. তারিক উদ্দিন (২০)। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সীমান্তের শূন্যরেখার ওপারে মিয়ানমারের বিদ্রোহীদের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। তারিক উদ্দিন এলাকার বাসিন্দা মো. আবদুর রশিদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, তারিক সীমান্ত পিলার ৪৮ পেরিয়ে মিয়ানমারের বেনডোলা এলাকায় প্রবেশ করেন। সেখানে অজ্ঞাতস্থানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের ফলে তার এক পায়ের পাতা সম্পূর্ণ উড়ে যায় এবং হাতে মারাত্মক জখম হয়। স্থানীয়রা আহত তারিককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, স্থানীয়দের সহায়তায় আহত...
মাইন বিস্ফোরণে পা হারালেন বাংলাদেশি যুবক
অনলাইন ডেস্ক
বাগানে যৌথবাহিনীর দিনব্যাপী অভিযানে উদ্ধার হ্যান্ড গ্রেনেড
ঝিনাইদহ প্রতিনিধি
সোমবার দিনভর ঝিনাইদহের একটি বাগান ঘিরে রাখে যৌথবাহিনী। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযানে স্থানটিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এরপর সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে হ্যান্ড গ্রেনেড হেন্ড-৩৬ (আরজেস) উদ্ধার করা হয়। যশোর সেনানিবাসের বোম-ডিসপোজাল ইউনিট সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি বাগান লাল ফিতা দিয়ে নিশানা টাংগিয়ে এলাকাটি ঘিরে রাখে। যশোর সেনানিবাসের মেজর রুশাদের নেতৃত্বে পুলিশ, র্যাব ও আনসারের ২০/২৫টি গাড়ি সেখানে সারি বদ্ধভাবে রাখা হয়। এতে করে স্থানীয় উৎসুক জনতার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। স্থানীয়রা জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কোড়াপাড়া গ্রামের জনৈক বাদশা সিরাজির মেহগনি বাগানে অভিযান শুরু করে যৌথবাহিনী। সেখানে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয়ে যশোর সেনানিবাসে বোমা...
গাজীপুর চৌরাস্তায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ৫টি দোকান। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ও পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টিনের ছাওনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো। গ্যাসের চুলার দোকান থেকে আগুন ধরলে তা পার্শ্ববর্তী মার্কেট ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার...
২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আ. লীগের ৩৫ নেতাকর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
রংপুর বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা পরিকল্পনা এবং অর্থ জোগানের অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে পাঁচ মাসে এক হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হলো। সোমবার (৩ ফেব্রুয়ারি) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম ও অপারেশন বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাকিব মেহেমুদ আপেল, পৌর ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান কাজি, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর সরকার, সদস্য শরিফুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর