ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক সম্পত্তির ভাগ-ভাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ঘাতক ইনসান মিয়ার ভাই ইমরান ও আরমান, একই গ্রামের শাহজাহান আলীর ছেলে সাইফুল ইসলাম ও আবুল কাসেম মিয়ার ছেলে তাবারক মিয়া। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ...
সরাইলে প্রতিপক্ষের হামলায় দুজন নিহতের ঘটনায় আটক ৪
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শহীদ ইয়ামিনের মরদেহ উত্তোলন করতে দেয়নি পরিবার
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভারে প্রথম শহীদ শাইখ আস্-হাবুল ইয়ামিনের মরদেহ পরিবারের বাধার মুখে কবর থেকে উত্তোলন করতে পারেনি প্রশাসন । মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের জন্য সাভারের ব্যাংক টাউন কবরস্থানে যান থেকে ম্যাজিস্ট্রেট ও মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ফরেনসিক বিশেষজ্ঞরা। এ সময় পরিবারের তীব্র আপত্তির মুখে কবর থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান। মামলার সুষ্ঠু তদন্ত এবং সুবিচার নিশ্চিত করার স্বার্থে ম্যাজিস্ট্রেট ছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক হেলাল উদ্দিন পরিবারের সদস্যদের মরদেহ উত্তোলনের বিষয়ে রাজি করানোর চেষ্টা করে বিফল হন। হেলাল উদ্দিন জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনে এলে...
আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই: সারজিস আলম
অনলাইন ডেস্ক
সবাইকে সাদা কাপড় গায়ে দিয়ে কবরে যেতে হবে, দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার রাখলদেবীহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিজ দাদার তজির উদ্দীনের জানাজায় গিয়ে এ কথা বলেন সারজিস। পরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাদার দাফন কাজ সম্পন্ন করা হয়। সারজিস আলম বলেন, আমরা দুনিয়ায় কেউ চিরস্থায়ী নই। সবাইকে একদিন বিদায় নিতে হবে। দিন শেষে একটা সময় কয়েক গজ সাদা কাপড়ে মাটির নিচেই যেতে হবে। জানাজায় এ সময় কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সারজিসের পরিবারের সদস্যসহ স্থানীয় সহস্রাধিক...
গোপালগঞ্জে এলজিইডিতে অনিয়ম-দুর্নীতি, তদন্তে দুদক
গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জে এলজিইডিতে অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকারি টাকায় ব্যক্তিগত জায়গায় কালভার্ট নির্মাণ করে সরকারি অর্থের অপচয় করা হয়েছে এমন অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। সদর উপজেলার গোবরা এলাকায় রাস্তার পাশে হওয়া কালভার্ট নির্দিষ্ট স্থানে না করে দলীয় ক্ষমতা ব্যবহার করে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান তার সদর উপজেলার দত্তডাঙ্গা এলাকায় নিজ প্রজেক্টে যাতায়াতের সুবিধার জন্য খালের উপর এই কালভার্টটি নির্মাণ করেন। শুধু তাই নয় কালভার্টটির জন্য বরাদ্দ ১২ লাখ টাকা হলেও নিজের ক্ষমতা দেখিয়ে তার বরাদ্দ ৩০ লাখ টাকা এলজিইডিকে দিয়ে কাজ করিয়ে নিয়েছেন। যা সরকারি অর্থের অপচয় এবং দূর্নীতি করার সামিল। এ বিষয়টির তদন্ত করতে আজ মঙ্গলবার জেলা দূর্নীতি দমন অফিসের উপপরিচালক মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম এলজিইডি অফিসে গিয়ে তদন্ত করেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর