গাজীপুরের কালীগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। নিহত ৩ জনের বয়স ৩০ থেকে ৩৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি সড়কের পাশে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পানিতে পড়ে যায়। চালকসহ তিনজন সেখান থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ওই তিনজনের মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সবজিবাহী একটি পিকআপ খাদে পড়ে গেলে তিনজন পানির নিচে আটকে পড়েন। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন...
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩
অনলাইন ডেস্ক
গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধ
সুনামগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের পৌর শহরের বালুরমাঠের শাপলা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিক্ষোভ মিছিলে হত্যাকারীদের বিচারের দাবিসহ শেখ হাসিনা সরকারের পুনর্বাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে তারা। সমাবেশে বক্তারা, গণহত্যাকারীদের অতি দ্রুত বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানায়। তাছাড়া যারা আওয়ামী লীগ সরকারের পুনর্বাসনের কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।...
পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার
রাজশাহী প্রতিনিধি
উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প কোনো রকম নোটিশ ছাড়াই বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, রাজশাহী বিভাগ। তবে বিকেল ৩টায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা। সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজেদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাপেওএ, রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান রতন এবং বাপেওএ, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্বঘোষণা, নোটিশ বা...
সাবেক মন্ত্রী ইমরান আহমেদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
সিলেট প্রতিনিধি
দুটি হত্যা মামলাসহ ৩ মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আদালতে হাজিরের পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সকালে তাকে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবরে ঢাকায় গ্রেপ্তার হন ইমরান আহমদ। তার বিরুদ্ধে সিলেটের গোয়াইনঘাট ও কোতোয়ালী এলাকায় দুটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলার দায়ের করা হয়েছে। বুধবার শুনানিতে জামিন আবেদন করলে দুটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর