বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, তাদের টাকা কি শেষ হয়েছে, দেশ থেকে সবাই কি চলে গেছে, তারা বাড়ি ঘর তো রেখে গেছে, জায়গা জমি তো রেখে গেছে। গতকালের চিত্রটাতো সবাই লাইভে দেখেছেন। এটা সেন্টিমেন্ট, এটা সেন্টিমেন্টের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, এ দেশে ছাত্র-জনতার আন্দোলন ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সেন্টিমেন্ট। সেটি জাগ্রত হয়েছে এখন। তারা যে অত্যাচার-নির্যাতন করেছে তার জন্য হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও নিষিদ্ধ হবে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে পৌর শহীদ স্মৃতি অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি আরও বলেন, এই হাসিনা খুন করেছে, খুনের হুকুম...
হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও হবে: এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
![হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও হবে: এ্যানি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738834534-fe904dee168163b5c39a9a0d7c0b2fd3.jpg?w=1920&q=100)
৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের অবস্থান পরিষ্কার করলেন সাধারণ সম্পাদক
অনলাইন ডেস্ক
![৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের অবস্থান পরিষ্কার করলেন সাধারণ সম্পাদক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738833357-222aa03df7af6f3157ac108cf4d93625.jpg?w=1920&q=100)
রাজধানীর ধানমন্ডি ৩২-নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদল জড়িত নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেছেন, ছাত্রদল নয়, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার একটি অংশ ৩২ নম্বরে হামলায় জড়িত। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ছাত্রলীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, এখনো সরকার ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো শক্তিশালী পদক্ষেপও নেয়নি, অনতিবিলম্বে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে। আরও পড়ুন ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির অবস্থান নিয়ে যা বললেন মেজর হাফিজ ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ এদিন, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল...
পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি: মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক
![পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি: মেজর হাফিজ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738829288-66d5eb6f1cdb4edb0edc8efe617a13e6.jpg?w=1920&q=100)
ধানমন্ডি ৩২-নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনায় ভারতের হস্তক্ষেপ রয়েছে কি-না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আরও পড়ুন ৩২ এর বাড়ি গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা, যা বলছে ডিএমপি ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ গণতন্ত্র ধ্বংসের জন্য এই ধরনের হামলার ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি-না, এসময় তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পরিপূর্ণ তথ্য পেয়ে এ ঘটনায় দলীয় অবস্থান জানাবে বিএনপি। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র বিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় চলতি বছরের মধ্যে নির্বাচন দেয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।...
মেধাবী তিন শিক্ষার্থীর মাঝে তারেক রহমানের শিক্ষা উপকরণ উপহার
অনলাইন ডেস্ক
![মেধাবী তিন শিক্ষার্থীর মাঝে তারেক রহমানের শিক্ষা উপকরণ উপহার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738784121-8640e2209b08acc4022fea228a60e91c.jpg?w=1920&q=100)
মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী ও নাটোর জেলার তিন মেধাবী শিক্ষার্থীকে উপহার হিসেবে বই, কঙ্কাল, আর্থিক ও অন্যান্য শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম শনিবার সকালে নাটোর জেলার লালপুর উপজেলার কাজীপাড়া গ্রামে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী প্রার্থনা খাতুনের বাড়িতে গিয়ে মেডিকেলে পড়াশোনার ১ সেট বই, ১ সেট কঙ্কাল, অ্যাপ্রোন ও প্রয়োজনীয় নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এরপর দুপুরে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ) মেধাবী শিক্ষার্থী মো. নীরব আলীর বাড়িতে গিয়ে মেডিকেলে পড়ার জন্য বই, বিভিন্ন শিক্ষা উপকরণসহ নগদ অর্থ উপহার দেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর