গতকাল বুধবার দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। যেখানে কেজরিওয়ালের আম আদমি পার্টি লড়েছে ৭০টি আসনে। আর বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮ আসনে। দুটি আসন তারা ছেড়েছে জেডিইউ এবং এলজেপিকে (রামবিলাস)। ভোট শেষের পর অধিকাংশ সমীক্ষার ইঙ্গিত, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)-কে হারিয়ে প্রায় ২৭ বছর পরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ও তার সহযোগী দলগুলো। ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, চাণক্য স্ট্র্যাটেজিসের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৩৯-৪৪টি আসন। আম আদমি পার্টি জিততে পারে ২৫-২৮টি আসনে। কংগ্রেসের ঝুলিতে থাকতে পারে দুই থেকে তিনটি আসন। ডিভি রিসার্চের বুথ-ফেরত সমীক্ষা অবশ্য কংগ্রেসকে একটি আসনও দেয়নি। তাদের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ৩৬-৪৪টি আসন এবং আম আদমি পার্টি জিততে পারে ২৬ থেকে ৩৪টি আসনে। জেভিসির সমীক্ষার ইঙ্গিত...
দিল্লির ক্ষমতা যাচ্ছে কাদের হাতে?
অনলাইন ডেস্ক
![দিল্লির ক্ষমতা যাচ্ছে কাদের হাতে?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738836291-aea0084b2652d8353e7f9acc693ea307.jpg?w=1920&q=100)
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় ভুল দেখছি না: নেতানিয়াহু
অনলাইন ডেস্ক
![ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় ভুল দেখছি না: নেতানিয়াহু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738827256-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg?w=1920&q=100)
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরানোর প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব করেছেন; সে বিষয়ে তিনি কোনো ভুল ছিলেন না। এমনটাই দাবি করেছেন দখলদার রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন মিডিয়া ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্টভাবে গাজা উপত্যকাকে দখলে নেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণাকে সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে যারা গাজা ছেড়ে যেতে চায় তাদের ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টিকেও সমর্থন করেছেন। নেতানিয়াহু বলেন, এখন তারা (গাজাবাসী) চলে যেতে পারে, পরে আবার গাজা পুনর্গঠনের পর তারা চাইলে ফিরে আসতেও পারে। কিন্তু আপনাকে গাজা পুনর্নির্মাণ করতে হবে। হামাসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনা পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, আমি মানতে...
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ আদালতে স্থগিত
অনলাইন ডেস্ক
![জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ আদালতে স্থগিত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738823896-3693aa2f22f7c15e5c0c58a2950b10ae.jpg?w=1920&q=100)
মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ স্থগিত করেছে। স্থানীয় সময় বুধবার (৫ ফেব্রুয়ারি) ম্যারিল্যান্ড জেলা আদালতের বিচারপতি ডেবোরা বোর্ডম্যান এ রায় দেন। তিনি বলেন, আজ যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া প্রায় প্রতিটি শিশু জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়ে থাকে। এটাই দেশের আইন এবং ঐতিহ্য। বিচারপতির এই রায়ের ফলে ট্রাম্পের ২০ জানুয়ারির নির্বাহী আদেশের কার্যকারিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। মামলাটি দীর্ঘ আইনি লড়াইয়ে গড়াতে পারে, যা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর...
কঙ্গোর কারাগারে ১৬৭ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা
![কঙ্গোর কারাগারে ১৬৭ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738823624-a4a2c22c85451e94294fac2ec87c48c2.jpg?w=1920&q=100)
কঙ্গোর গোমা শহরের একটি কারাগারে ১৬৫ থেকে ১৬৭ জন নারী কারাবন্দিকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত ৩ ফেব্রুয়ারি সোমবার শহরের মুনজেনজে কারাগারে এ ঘটনা ঘটে। গোমার পতন হওয়ার পর মুনজেনজে কারাগার ভেঙে পালানো শুরু করেন কয়েদিরা। তবে এই কয়েদিদের একাংশ কারাগারের নারী সেলের দিকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে নারী কারাবন্দিদের ওপর। শহরের রাস্তায় মরদেহ পড়ে ছিল এবং আবাসিক বাড়িগুলির উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ছিল বলে জানা গেছে। গত সপ্তাহের জেল ভাঙার ঘটনার ফুটেজে দেখা গেছে, পটভূমিতে ধোঁয়া উঠতেই লোকজন ভবন থেকে পালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুসারে, গত তিন দিনের সংঘাতে গোমায় নিহত হয়েছেন ২ হাজার ৯০০ জন। এদের মধ্যে ২ হাজার জনকে কবর দেওয়া হয়েছে এবং ৯০০ জন এখনও বিভিন্ন হাসপাতালের মর্গে আছেন। সূত্র: বিবিসি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর