ইবাদত নিয়ে অহংকার অত্যন্ত নিন্দনীয়। ইবাদত নিয়ে অহংকার দুইভাবে হয়ে থাকে। এক. ইবাদত করে তা নিয়ে অহমিকা প্রদর্শন করা। দুই. ইবাদত না করার মাধ্যমে অংহকার। রাসুলুল্লাহ (সা.) রাতের বেলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ইবাদত করতেন। অথচ তাঁর অতীত-ভবিষ্যতের সব পাপ মাফ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আয়েশা (রা.)-এর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? (বুখারি, হাদিস : ৪৮৯৭) ফেরেশতারা দিন-রাত আল্লাহর ইবাদত করে। কিন্তু তারা এজন্য অহংকার করে না। যেমন আল্লাহ বলেন, নিশ্চয়ই (নৈকট্যশীল ফেরেশতারা) যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে থাকে, তারা তাঁর ইবাদতে অহংকার করে না। তারা তাঁর গুণগান করে ও তাঁর জন্য সিজদা করে। (সুরা আরাফ, আয়াত : ২০৬) যারা ইবাদত করা থেকে অহংকার করে, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমাদের আয়াত সমূহকে মিথ্যা বলে ও তা থেকে অহংকার করে, তাদের জন্য...
ইবাদতে অহংকার মারাত্মক অপরাধ
হাদি-উল-ইসলাম
অনলাইন ডেস্ক
![ইবাদতে অহংকার মারাত্মক অপরাধ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738867380-320be3e7385a66dbc2b64b5c9c4fddf2.jpg?w=1920&q=100)
আর্থসামাজিক ব্যবস্থায় ঋণের ভূমিকা
ড. ইকবাল কবীর মোহন
অনলাইন ডেস্ক
![আর্থসামাজিক ব্যবস্থায় ঋণের ভূমিকা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738866112-6f451b79234bbd752ebe12aa91a0d602.jpg?w=1920&q=100)
মানুষের জীবনে অর্থ-সম্পদ একটি অপরিহার্য অনুষঙ্গ। প্রতিদিনের জীবন পরিচালনায় অর্থের প্রয়োজন হয়। সমাজে সব মানুষের আর্থিক অবস্থা সবসময় তার অনুকূলে থাকে না। কখনও কখনও সমস্যা বা সঙ্কটে পড়ে মানুষ অন্যের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিতে হয়। এটাকে ঋণ বলা হয়। ঋণের আরবি প্রতিশব্দ করজ। এর বাংলা প্রতিশব্দ হল ধার, দেনা বা হাওলাত। ইসলামী পরিভাষায় ঋণ হলো কেবল সহযোগিতার জন্য অন্যকে অর্থ-সম্পদ দেওয়া, যেন গ্রহীতা এর মাধ্যমে উপকৃত হয় এবং সে তার প্রয়োজন পূরণ করতে পারে এবং পরে নির্দিষ্ট সময়ে দাতাকে সেই অর্থ-সম্পদ কিংবা তার অনুরূপ ফেরত দেওয়া। ইসলাম এ ধরনের ধার বা করজকে অনুমোদন দিয়েছে এবং এই ধরনের কাজকে অতি ফজিলত বা সাওয়াবের বলে ঘোষণা করেছে। ইসলামে এই ঋণকে করজে হাসান বা উত্তম ঋণ বলা হয়েছে। আল্লাহর সন্তুষ্টির আশায়, সাওয়াবের নিয়তে বিনা শর্তে কাউকে কিছু দিলে তাকে করজে হাসানা...
দিনে অতিরিক্ত ঘুমানো ও রাতজাগা নিয়ে কী বলে চিকিৎসা বিজ্ঞান ও ইসলাম
আসআদ শাহীন
![দিনে অতিরিক্ত ঘুমানো ও রাতজাগা নিয়ে কী বলে চিকিৎসা বিজ্ঞান ও ইসলাম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738857591-078764165e26691d710b5b4c1e76f0c8.jpg?w=1920&q=100)
পরিশ্রম মানুষকে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত করে তোলে। দিনের কাজের দৌড়ঝাঁপে শরীর ভেঙে পড়ে, ক্লান্তি, ব্যথা ও মানসিক চাপ তারই প্রমাণ। এই নিরবচ্ছিন্ন পরিশ্রমের পর মানুষকে পুনরায় কর্মক্ষম হতে কিছু সময়ের বিশ্রামের প্রয়োজন হয়। এ লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য ঘুমের মতো এক বড় নেয়ামত দান করেছেন। ঘুমের মাধ্যমে আমাদের শরীর জীবাণু মুক্ত হয়, ক্ষতিগ্রস্ত কোষগুলো মেরামত হয়, এবং আমরা পরের দিন নতুন করে কাজ করার শক্তি সঞ্চয় করি। যদি কেউ পর্যাপ্ত না ঘুমায়, কম ঘুমায়, বা শান্তিময় ঘুমের অভাব থাকে, তাহলে সে দ্রুত মানসিক ও শারীরিক রোগের শিকার হয়। গবেষণায় দেখা গেছে, যদি কেউ ১৭-১৯ ঘণ্টা ধরে জেগে থাকে, তাহলে তার চিন্তা-ভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা মদ্যপ অবস্থার সমান। (Ultranet.com. ÒMelatonin and the Pineal Gland.Ó Biology. 10/13/01) ঘুমের সঠিক সময়: শান্তিপূর্ণ ঘুমের জন্য সবচেয়ে...
জেনে নিন শবে কদরের নামাজের দোয়া
অনলাইন ডেস্ক
![জেনে নিন শবে কদরের নামাজের দোয়া](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738809385-8e1affff35e14ecb34a152dd1df79ed5.jpg?w=1920&q=100)
রমজান মাসের ২১ থেকে ২৯ তারিখের মধ্যে বেজোড় সংখ্যার রাতেই পবিত্র লাইলাতুল কদর। তবে ২৭ রমজান অর্থাৎ ২৬ রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে ধরে নেওয়া হয়েছে। মর্যাদার রাত লাইলাতুল কদর। এ রাতে মহান আল্লাহ বান্দার মুক্তির জন্য নাজিল করেছেন কুরআনুল কারিম। আর কুরআনুল কারিমে রয়েছে ক্ষমা প্রার্থনা অনেক দোয়া। আবার এ রাতে বিশেষ দোয়া পড়েছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ক্ষমা প্রার্থনা সে দোয়াগুলো কী? শবে কদরের দোয়া: হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম- হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কী (দোয়া) পড়বো? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি বলবে:- اللَّهُمَّ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর