যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে মার্কিন সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) টেক্সাসের সিউদাদ জুয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো। বার্তা সংস্থা এপি এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মাস্ক পরিহিত সশস্ত্র ন্যাশনাল গার্ড সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছেন। তারা সীমান্তের বাঁধের কাছে ঝোপঝাড়ের মধ্যে খুঁজে দেখছিলেন এবং সেখানে লুকানো অস্থায়ী সিঁড়ি এবং দড়ি ট্রাকের উপর তুলছিলেন। ট্রাম্প মেক্সিকোর ওপর অন্তত এক মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পরই এমন পদক্ষেপ নিলেন মেক্সিকোর...
ট্রাম্পের হুমকির পর মার্কিন সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন মেক্সিকোর
অনলাইন ডেস্ক
![ট্রাম্পের হুমকির পর মার্কিন সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন মেক্সিকোর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738903757-5e154e355d13b79f214fbe8ffccb80c2.jpg?w=1920&q=100)
আইসিসিকে অবৈধ দাবি করে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
![আইসিসিকে অবৈধ দাবি করে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738897459-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg?w=1920&q=100)
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সাক্ষর করেছেন তিনি। মার্কিন এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। মূলত এর পরপরই ডোনাল্ড ট্রাম্প পদক্ষেপটি নিলেন। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুদিন পরেই ট্রাম্প নির্বাহী আদেশটিতে সই করেন। এর আগের মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তীকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করে নেন। ব্রিটিশ...
চীনে তেল সরবরাহকারী ইরানি কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
![চীনে তেল সরবরাহকারী ইরানি কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738865284-dd070a929c8394ce2ad0366647ac4b5d.jpg?w=1920&q=100)
যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ চীনে ইরানি তেল সরবরাহকারী একটি নেটওয়ার্কের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের আওতায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিষেধাজ্ঞার এ ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের সামরিক কর্মকাণ্ডের তহবিলের জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নেটওয়ার্ক চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে। এতে আরও বলা হয়, চীনকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেল সরবরাহকারী ওই নেটওয়ার্ককে নিষেধাজ্ঞার নিশানা করা হয়েছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, নিজেদের পারমাণবিক কর্মসূচি বিকাশে প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মনুষ্যবিহীন যান উৎপাদন এবং এর আঞ্চলিক প্রক্সি...
যুক্তরাজ্যে রুশ রাষ্ট্রদূত বহিষ্কার
অনলাইন ডেস্ক
![যুক্তরাজ্যে রুশ রাষ্ট্রদূত বহিষ্কার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738861887-aeba45611a8b3679e3ff32a18cac5764.jpg?w=1920&q=100)
যুক্তরাজ্য বৃহস্পতিবার রাশিয়ার একজন কূটনীতিককে বহিষ্কার করেছে। গত বছর মস্কো একজন ব্রিটিশ কর্মকর্তাকে বহিষ্কারের পর চলা কূটনৈতিক দ্বন্দ্বের সর্বশেষ ঘটনা এটি। আন্দ্রে কেলিন ২০১৯ সাল থেকে যুক্তরাজ্যে মস্কোর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে এদিন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে ডেকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে। সরকার জানিয়েছে, এই পদক্ষেপটি রাশিয়ার অপ্রীতিকর ও ভিত্তিহীন সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে, যেখানে নভেম্বরে একজন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। তারা আরো বলেছে, যুক্তরাজ্য আমাদের কর্মীদের বিরুদ্ধে এই ধরনের হুমকি সহ্য করবে না, তাই আমরা পাল্টা পদক্ষেপ নিচ্ছি। পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে, যদি রাশিয়া কোনো অতিরিক্ত পদক্ষেপ নেয়, তাহলে তা উত্তেজনা সৃষ্টি করবে এবং সে ক্ষেত্রে সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর