ভারতের মধ্যপ্রদেশে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে উড়োজাহাজটির দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে মিরাজ- ২০০০ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বরাতে এ খবর জানায় হিন্দুস্তান টাইমস। আইএএফ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে মিরাজ- ২০০০ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। আইএএফ আরও বলেছে, নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে যুদ্ধবিমানটিকে থাকা দুজন পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। গোয়ালিয়রের পুলিশের মহাপরিদর্শক (আইজি) অরবিন্দ সাক্সেনা বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নারওয়ার তহসিলের সুনারি চৌকির কাছে টুইন-সিটের...
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
অনলাইন ডেস্ক
![ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738910588-2301f9e7d5e51d6b1e24108e24ea37b2.jpg?w=1920&q=100)
ইরানের বিরুদ্ধে প্রথম দফার নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
![ইরানের বিরুদ্ধে প্রথম দফার নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738910242-3693aa2f22f7c15e5c0c58a2950b10ae.jpg?w=1920&q=100)
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রথম দফার নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করে, যা ইরানের তেল নেটওয়ার্ক লক্ষ্য করে নেওয়া হয়েছে। খবর আল জাজিরার। নিষেধাজ্ঞার আওতায় এমন প্রতিষ্ঠান, জাহাজ এবং ব্যক্তিরা রয়েছেন, যারা ইতোমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোম্পানির সঙ্গে সম্পৃক্ত। ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশের দুই দিন পরই এই পদক্ষেপ নেওয়া হলো, যা ইরানের ওপর পুনরায় সর্বোচ্চ চাপ প্রয়োগের উদ্যোগের অংশ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরানি সরকার তাদের তেল থেকে পাওয়া রাজস্ব ব্যবহার করে পরমাণু কর্মসূচি, প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন এবং আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর...
ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর মার্কিন সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন মেক্সিকোর
অনলাইন ডেস্ক
![ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর মার্কিন সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন মেক্সিকোর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738903757-5e154e355d13b79f214fbe8ffccb80c2.jpg?w=1920&q=100)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে মার্কিন সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) টেক্সাসের সিউদাদ জুয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো। বার্তা সংস্থা এপি এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মাস্ক পরিহিত সশস্ত্র ন্যাশনাল গার্ড সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছেন। তারা সীমান্তের বাঁধের কাছে ঝোপঝাড়ের মধ্যে খুঁজে দেখছিলেন এবং সেখানে লুকানো অস্থায়ী সিঁড়ি এবং দড়ি ট্রাকের উপর তুলছিলেন। ট্রাম্প মেক্সিকোর ওপর অন্তত এক মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পরই এমন পদক্ষেপ নিলেন মেক্সিকোর...
যুক্তরাষ্ট্রে প্রবেশচেষ্টা, পানামার জলাজঙ্গলে মানবেতর জীবন ভারতীয়দের
অনলাইন ডেস্ক
![যুক্তরাষ্ট্রে প্রবেশচেষ্টা, পানামার জলাজঙ্গলে মানবেতর জীবন ভারতীয়দের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738891808-4efdd2f969559e8b1c92e99f32ded48e.jpg?w=1920&q=100)
মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ১০৪ জন ভারতীয়কে এরই মধ্যে বিশেষ বিমানে চাপিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মূলত তাদের হাত ও পা বাঁধা অবস্থায় ফেরত পাঠানো হয়। তাদের বহনকারী মার্কিন সামরিক বিমানটি গত বুধবার পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায়। যা ছিল ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দমন অভিযানের অংশ। এ নিয়ে গত বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়, ফেরত আসা এসব ভারতীয় নাগরিক নিজেদের সম্পত্তি বিক্রি করে এজেন্টদের বিশাল অংকের অর্থ দিয়েছিলেন। যার বিনিময়ে তারা তাদেরকে গোপনে স্বপ্নের দেশ মার্কিন মুলুকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও সেই এজেন্টরা তাদের অনেককেই মাঝপথে ছেড়ে চলে যায়। এ দিকে সামাজিক মাধ্যমে প্রকাশিত নতুন ভিডিওতে দেখা যায়, পানামার গভীর জঙ্গলে শরণার্থী শিবির গড়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর