মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবয়নসহ ৭ দফা দাবিতে মহাসমাবেশ করছেন সরকারি কর্মচারীরা। তারা বলছে১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ, পে-কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহাসমাবেশ শুরু হয়। সন্ধ্যার আগ পর্যন্ত চলবে এ সমাবেশ। সমাবেশ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সারাদেশের সব অফিসে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এতে বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে...
মহার্ঘ ভাতাসহ ৭ দাবিতে মহাসমাবেশ সরকারি কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক
![মহার্ঘ ভাতাসহ ৭ দাবিতে মহাসমাবেশ সরকারি কর্মচারীদের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738928569-f519f74ae5dceaa3881b04d0fcd446c2.jpg?w=1920&q=100)
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
![আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738927579-1a0f87157ff664f9fa8f624d0d27af38.jpg?w=1920&q=100)
অবিলম্বে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বলা হয়, শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিবৃতিতে প্রফেসর ইউনূস বলেন, শেখ হাসিনা বছরের পর বছর জনগণের ওপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন, সংগত কারণেই এটি বোধগম্য যে, বিক্ষোভকারী ও তাদের আত্মীয়-স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন, ফলে...
আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার: আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
![আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার: আসিফ মাহমুদ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738927200-66e302f8bf46ec3bc7de39fc45dd90c3.jpg?w=1920&q=100)
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেবে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এ কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই ৫ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। রাজনৈতিক দল...
ফেব্রুয়ারিজুড়ে দিন-রাতের তাপমাত্রা কেমন থাকবে?
অনলাইন ডেস্ক
![ফেব্রুয়ারিজুড়ে দিন-রাতের তাপমাত্রা কেমন থাকবে?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738909140-581b0ebef82848687f6d9ed417c47e46.jpg?w=1920&q=100)
ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা/মাঝারি কুয়াশা পড়তে পারে। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কিছু স্থানে এক থেকে দুইদিন বজ্রবৃষ্টি, শিলাসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে সারা দেশে স্বাভাবিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, তবে এবারের ফেব্রুয়ারিতে তাপমাত্রা এরচেয়ে বেশি থাকতে পারে। জানুয়ারির তুলনায় শীত কম অনুভূত হবে। সকালবেলা কিছুটা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর