চিনি ও ভেজিট্যাবল তেলের দাম কমায় বিশ্ব বাজারে জানুয়ারি মাসে কমেছে খাদ্যপণ্যের দাম। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে। জানুয়ারিতে এএফও খাদ্যসূচক দাড়াঁয় ১২৪ দশমিক ৯ পয়েন্টে। যা ডিসেম্বরে ছিল ১২৭ পয়েন্টে। তবে খাদ্যের দাম মাসিকভিত্তিতে কমলেও বার্ষিকভিত্তিতে ৬ দশমিক ২ শতাংশ বেশি। তাছাড়া খাদ্যপণ্যের দাম ২০২২ সালের মার্চে বেড়ে যে সর্বোচ্চ হয়েছিল তার চেয়ে এখন ২২ শতাংশ কম রয়েছে। সূচকে দেখা গেছে, জানুয়ারিতে চিনির দাম কমেছে ৬ দশমিক ৮ শতাংশ ও আগের বছরের তুলনায় কমেছে ১৮ দশমিক ৫ শতাংশ। মূলত সরবাহ সংকট কেটে যাওয়ায় চিনির দাম কমেছে। তাছাড়া গত মাসে ভেজিট্যাবল তেলের দাম কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। তবে বছরভিত্তিতে পণ্যটির মূল্য ২৪ দশমিক ৯ শতাংশ বেশি রয়েছে। এদিকে শুক্রবার তেলের দাম কিছুটা বেড়েছে। তবে টানা তিন সপ্তাহের মতো...
বিশ্ব বাজারে কমেছে খাদ্যপণ্যের দাম
অনলাইন ডেস্ক
![বিশ্ব বাজারে কমেছে খাদ্যপণ্যের দাম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738933934-b46183a11b2d2bd2a9f780165cf798ce.jpg?w=1920&q=100)
হঠাৎ রক্তের মতো লাল হয়ে গেল নদীর পানি
অনলাইন ডেস্ক
![হঠাৎ রক্তের মতো লাল হয়ে গেল নদীর পানি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738932337-ed281e87d438ef548cfef181a5a00bcf.jpg?w=1920&q=100)
অজানা কারণে আচমকা রক্তের মতো লাল হয়ে গেছে আর্জেন্টিনার একটি নদীর পানি। আহঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। দূর থেকে দেখলে যে কেউ ভাববে পানি নয়, বরং রক্তের প্রবাহ ছুটে চলেছে। নদীর পানি লাল হয়ে এতটাই ভয়াবহ রুপ ধারণ করেছে যে, হাঁস পর্যন্ত সেখানে নামার সাহস দেখাচ্ছে না। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৃহত্তর বুয়েন্স আয়ার্সে দেখা মিলেছে এই লাল পানির নদীর। স্থানীয়দের শঙ্কা, বিষাক্ত কোনো রাসায়নিকের কারণেই এমন বদলে গেছে নদীটির পানি। ফলে আতঙ্ক ছড়াচ্ছে স্থানীয়দের মাঝে। ইতোমধ্যে, নদী থেকে নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিও ডি লা প্লাটা নদীতে প্রবাহিত হওয়া এই নদীর পানির রঙ পার্শ্ববর্তী কোনো কারখানার রাসায়নিক বর্জ্যের কারণে পাল্টে গেছে। সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, টেক্সটাইল...
ভারতের মহাকুম্ভে ফের আগুন
অনলাইন ডেস্ক
![ভারতের মহাকুম্ভে ফের আগুন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738930282-8b41cffb0976c05c4a582591d25a49d9.jpg?w=1920&q=100)
দুর্ঘটনা পিছু ছাড়ছে না ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজের (সাবেক এলাহাবাদ) মহাকুম্ভ মেলার। শুক্রবার সকালে আবার আগুন লাগল সেখানে। মহাকুম্ভের সেক্টর ১৮-তে সকালে লাগা আগুন নেভাতে দ্রুত চলে যায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইঞ্জিন। মেলা প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রয়াগরাজের পুলিশ কর্তা সর্বেশ কুমার মিশ্র জানিয়েছেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আগুন নেভানো ও তা যাতে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। মহাকুম্ভে এ নিয়ে আগুন লাগল তিনবার। দুবার ঘটেছে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা। আজ সকালে হঠাৎ দেখা যায় সেক্টর ১৮তে কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে ওপরের দিকে উঠছে। স্থানীয় পুলিশ চৌকির পরিদর্শক যোগেশ চতুর্বেদী সংবাদমাধ্যমকে বলেন, খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে যায়। আগুন লাগে তুলসী চকের কাছে...
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ১২ সন্ত্রাসী নিহত
অনলাইন ডেস্ক
![পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ১২ সন্ত্রাসী নিহত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738930740-5dee79f99708cd1f67daa8ee5017fe51.jpg?w=1920&q=100)
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী দমনে চালানো অভিযানে ১২ সন্ত্রাসী নিহত হয়েছে, তবে এতে একজন পাকিস্তানি সেনাও শহীদ হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, ৫-৬ ফেব্রুয়ারি উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় গোয়েন্দাভিত্তিক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তুমুল গোলাগুলির মধ্যে ল্যান্স নায়েক মুহাম্মদ ইব্রাহিম শহীদ হন। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী ও নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করে একাধিক হামলার সঙ্গে জড়িত ছিল। অভিযানের পরও বাকি সন্ত্রাসীদের নির্মূলে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর