নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার সুনামগঞ্জ থানার আশরাফুল আলমের স্ত্রী কাকলি (৩৫), কাকলির ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫) এবং রংপুরের পীরগাছা থানার আব্দুল ওহাবের ছেলে অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনে একটি দ্রুত গতির বাসের সঙ্গে উল্টোপথে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা মা-ছেলেসহ অটোচালকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ঘটনাস্থল থেকে আমরা মরদেহ উদ্ধার করেছি। বাসটি আটক করতে পারলেও ঘাতক চালক পালিয়ে গেছেন। এ ঘটনায়...
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
![নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738937154-0c917434177b9101cf5c8f6f8de94f35.jpg?w=1920&q=100)
গোপালগঞ্জে কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন
![গোপালগঞ্জে কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738935704-092d5e4ff94f1428e6685b9905e0796c.jpg?w=1920&q=100)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিকদার মো. জিননুরাইনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ও পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অধ্যক্ষের পদত্যাগের দাবি জানায় মানববন্ধনকারীরা। পরে ওই স্থানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড. ইমদাদুল হক মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ড. কাওছার তালুকদার ও কলেজের প্রতিষ্ঠাতা ইমদাদুল হকের ভাতিজা মফিজুল হক মিন্টু। কাওছার তালুকদার বলেন, ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিকদার মোহাম্মদ জিননুরাইন ভুয়া তথ্য দিয়ে এই প্রতিষ্ঠানে চাকরি নেন। এরপর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজে অনিময় ও অর্থের বিনিময়ে...
বাগেরহাটে এক কৃষকের ৯ গরু চুরি
বাগেরহাট প্রতিনিধি
![বাগেরহাটে এক কৃষকের ৯ গরু চুরি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738932958-1c1475381010476d424be1fef686cf57.jpg?w=1920&q=100)
বাগেরহাটে শিবু পদ শিউলী (৫০) নামে এক কৃষকের গোয়াল থেকে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। একমাত্র আয়ের উৎস গরু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। বৃহস্পতিবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকায় এই গরু চুরির ঘটনা ঘটে। গরুগুলোকে পিকআপে করে নেওয়া হয়েছে বলে ধারণা স্থানীয়দের। যেকোনো মূল্যে চোর শনাক্ত করে গরু উদ্ধারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা। গরু চুরির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত কৃষক শিবু পদ শিউলী কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, চুরি হওয়া ৯টি গরুর মধ্যে ৫টি গাভী, একটি বড় ষাড় ও ৩টি বাচ্চা। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। ৫টি গাভীর দুধ বিক্রির টাকায় ৪ জনের সংসার চলত। পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে...
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার: সাখাওয়াত হোসেন
অনলাইন ডেস্ক
![নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার: সাখাওয়াত হোসেন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738931240-b29e991c41e7d224b9d2152e07f0210a.jpg?w=1920&q=100)
নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর করার চিন্তা-ভাবনা করছে সরকার। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সঙ্গে বাণিজ্য বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম এলাকায় নতুন একটি স্থলবন্দর করা যায় কি-না, তা চিন্তা-ভাবনা করছে সরকার। পার্বত্য এলাকার বিরাজমান পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে বলে তিনি মন্তব্য করেন। বান্দরবান শান্তি ও সম্প্রীতির এলাকা উল্লেখ করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, এখানে হঠাৎ করে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর