আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দুটি আসনে মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সামাজিক মাধ্যমে তাদের শুভেচ্ছ জানাচ্ছে দেশবাসী। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। তিনটি আসনের প্রার্থীরা হলেন- পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) আসন থেকে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আলহাজ মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার) থেকে মনোনীত হয়েছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে আলহাজ শামীম সাঈদী,...
মনোনয়ন পাচ্ছেন সাঈদীর ২ ছেলে
নিজস্ব প্রতিবেদক
![মনোনয়ন পাচ্ছেন সাঈদীর ২ ছেলে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738947472-db4e7f036a7d86383803919027ddd1b2.jpg?w=1920&q=100)
উসকানিমূলক কার্যকলাপ গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা: সালাহউদ্দিন আহমেদ
অনলাইন ডেস্ক
![উসকানিমূলক কার্যকলাপ গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা: সালাহউদ্দিন আহমেদ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738944297-644be2be89af7c1bc6726a0a991eae54.jpg?w=1920&q=100)
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে দমন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি সতর্ক করে বলেছেন, উসকানিমূলক কার্যকলাপে জড়িত হলে তা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে এবং পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ-বিদেশে বসে ষড়যন্ত্র করার সুযোগ না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, উসকানিমূলক যেকোনো কার্যকলাপে অংশ নেবেন না। এতে নৈরাজ্য সৃষ্টি হলে গণতান্ত্রিক উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা...
শনিবার কক্সবাজার যাচ্ছেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
![শনিবার কক্সবাজার যাচ্ছেন জামায়াত আমির](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738932143-1ad83f53508ebbef243a4253bd3b7123.jpg?w=1920&q=100)
কর্মী সম্মেলনে যোগ দিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজার আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন সকালে তিনি কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলার লক্ষাধিক কর্মী ও সমর্থক ওই সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ইতোমধ্যে জেলার প্রত্যেক উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড-ইউনিট ভিত্তিক প্রচার-প্রচারণা ও প্রস্তুতি শেষ। লক্ষাধিক লোকের সমাগমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপত্তার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের নিজস্ব প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, এছাড়াও মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স,...
শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করতে চান: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
![শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করতে চান: জামায়াত আমির](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738922535-4a7bfab635b37c7266de1e46a5dc6b78.jpg?w=1920&q=100)
শেখ হাসিনা পালিয়ে গিয়েও উসকানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চান মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা.. শফিকুর রহমান বলেছেন, দেশের মুক্তিপাগল মানুষ এসব সহ্য করবে না। তার এসব বক্তব্যের কারণে দেশে যতগুলো ঘটনা ঘটবে এর দায়ভার তাকেই নিতে হবে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি-ডাকাতি-লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। তিনি বলেন,আমাদের এই সমাজ হবে বৈষম্যহীন। দেশের প্রতিটি নাগরিকের সব অধিকার পাওয়ার অধিকার আছে। এটাই মুক্তিযুদ্ধের মূল চেতনা। ডা. শফিকুর বলেন, দেশের প্রশাসন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর