ফরিদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল আঞ্চলিক সড়কের আদমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইজিবাইকের চালক আবুল হাসেম পাট্টাদার (৩০) ও যাত্রী লাবলু শেখ (৩২)। জানা যায়, ইজিবাইকটি খলিল মণ্ডলের হাট থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। পথে সড়কের খানাখন্দ থাকা অংশে বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাক গাড়িটিকে চাপা দেয়। এতে এটি দুমড়েমুচড়ে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ট্রাকটি রাস্তার পাশের পড়ে উল্টে যায়। তখন ট্রাকচালক ও সহকারী দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ইজিবাইকের হতাহত আরোহীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে...
ফরিদপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
অনলাইন ডেস্ক
কক্সবাজারে ২ নারীর পেটে মিলল ৪ হাজার ইয়াবা
অনলাইন ডেস্ক
বিশেষ প্রক্রিয়ায় পেটে ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দরে ২ নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এ অভিযান পরিচালিত হয়। পরে তাদের তথ্য মতে ঢাকায় আরও একজনকে আটক করা হয়।এই দুই নারী সম্পর্কে আপন বোন। আটকরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন ( ৩২) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)। দুই বোন পেটে দুই হাজার করে ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় যাচ্ছিল বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা বহনকারী তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয় অভিযানিক দল। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে...
প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় মহিমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে শ্বশুর বাড়ির পুকুরে পড়েছিল ওই গৃহবধূ। সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মহিমা ওই গ্রামের সৌদি প্রবাসী ইসরাফিল পহলানের স্ত্রী। একই ইউনিয়নের শাহজাহান হাওলাদারের মেয়ে। তার ১০ বছরের একটি ছেলে রয়েছে। নিহতের মা মিনারা বেগম জানান, জামাই সৌদি থাকায় নাতিকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন তার মেয়ে। শশুর ও শাশুড়ি প্রায়ই তার মেয়েকে নির্যাতন করতো। তারা মেরে তার মেয়েকে পুকুরে ফেলে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। শশুর রুহুল পহলান জানান, তার পুত্রবধূ ভোররাতে টয়লেট করতে...
বন্ধ হচ্ছে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর
সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগের হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৬টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর প্রাথমিকভাবে বন্ধ ঘোষণা করার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৮টি স্থলবন্দর কার্যকর বা অকার্যকরের বিষয় যাচাইয়ের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি এ সুপারিশ করেছে। এর মধ্যে সিলেট বিভাগের একটি স্থলবন্দরও রয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নিকট উক্ত কমিটি পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করে। প্রাথমিক ভাবে বন্ধ বা অকার্যকরের জন্য সুপারিশকৃত স্থলবন্দরগুলো হচ্ছে- সিলেট বিভাগের হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর, নীলফামারীর চিলাহাটি স্থলবন্দর,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর