যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ এক বিশ্লেষণ প্রতিবেদনে স্টিফেন কোলিনসন বলছেন, ওভাল অফিসে দেওয়া এলন মাস্কের বক্তব্যটি প্রমাণ করে, কেন তিনি যুক্তরাষ্ট্রের সরকারের জন্য এক ভয়ানক শত্রু হতে পারেন এবং কেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাছে এতটা ক্ষমতা হস্তান্তর করে আগুনে খেলছেন। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, মাস্ক এবং ট্রাম্প এক অনুষ্ঠানে অংশ নেন, যেখানে তারা ফেডারেল সরকারের সংস্কার পরিকল্পনাকে সমর্থন করেন। মাস্ক, কালো MAGA হ্যাট পরিধান করে, দীর্ঘ কোট এবং তার ছেলে এক্সকে কাঁধে নিয়ে একটি সুরম্য জানালার সামনে দাঁড়িয়ে ছিলেন। বাইরের তুষারপাত এই পরিবেশকে আরও বিশেষ করে তোলে। এই অনুষ্ঠানে তারা সরকারের ব্যয় এবং অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলোর বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন, যা ট্রাম্পের সমর্থকদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া লাভ করেছে। ট্রাম্প...
এলন মাস্কের ভূমিকা: ট্রাম্পের জন্য ভবিষ্যতে ভয়ানক হতে পারে
অনলাইন ডেস্ক
![এলন মাস্কের ভূমিকা: ট্রাম্পের জন্য ভবিষ্যতে ভয়ানক হতে পারে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739370170-690a40524f620a97e39a5b151313a7cc.jpg?w=1920&q=100)
মোদিকে ‘অপমান’, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
![মোদিকে ‘অপমান’, ভিডিও ভাইরাল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739369133-3295b3864f0ab4aa79b7f2504f5a762f.jpg?w=1920&q=100)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে ফ্রান্স সফরে আছেন, যেখানে তিনি এআই সামিটে অংশগ্রহণ করবেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তবে, সফরের শুরুতেই একটি ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যা মোদির জন্য অপমানজনক বলে অনেকে মনে করছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নরেন্দ্র মোদি হাত বাড়ালেও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার সঙ্গে করমর্দন না করে অন্যান্য বিশ্বনেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিওটি প্রকাশ হওয়ার পর অনেকেই দাবি করছেন, এটি ইচ্ছাকৃতভাবে মোদির অপমান করার চেষ্টা। তবে, টাইমস নাও জানাচ্ছে, ভিডিওটি আসল এবং এটি এডিট করা হয়নি, তবে ভিডিওর সঙ্গে যে দাবি করা হচ্ছে (মোদিকে এড়িয়ে যাওয়ার), তা বিভ্রান্তিকর। প্রতিবেদনে বলা হচ্ছে, ভিডিওটির শুরুতে মোদি এবং ম্যাক্রোঁ একসঙ্গে প্রবেশ করেছিলেন...
ইসরায়েলে সামরিক অভিযানের হুঁশিয়ারি হুতি নেতার
অনলাইন ডেস্ক
![ইসরায়েলে সামরিক অভিযানের হুঁশিয়ারি হুতি নেতার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739363969-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের সামরিক আগ্রাসন শুরু হলে ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের স্বার্থে ফের আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির নেতা আবদুল মালিক আল-হুতি এক ভাষণে বলেন, আমাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারেই রয়েছে। গাজায় যদি আবার হামলা হয়, তাহলে তৎক্ষণাৎ সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে হুতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেওয়া হুমকির জবাবে গতকাল মঙ্গলবার হুঁশিয়ারিটি উচ্চারণ করেন তিনি। টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে আবদুল মালিক আল-হুতি বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নাকি অন্য কেউ সাহায্য করছে তা তারা দেখবেন না। বরং গাজায় আবারো নজর দিলে তারা নিরাপত্তা, সামরিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলের মারাত্মক ক্ষতি করবে। মার্কিন...
ট্রাম্পের অভিবাসন দমননীতির শেষ পরিণতি হবে ভয়াবহ: পোপ ফ্রান্সিস
অনলাইন ডেস্ক
![ট্রাম্পের অভিবাসন দমননীতির শেষ পরিণতি হবে ভয়াবহ: পোপ ফ্রান্সিস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739362538-438924c4072dae75bb6e186eff7efd3a.jpg?w=1920&q=100)
যুক্তরাষ্ট্রে ক্যাথলিক বিশপদের উদ্দেশ্যে পাঠানো এক ব্যতিক্রমী উন্মুক্ত চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমননীতিকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, কেবল অবৈধভাবে অবস্থানের কারণে লোকদের জোরপূর্বক বিতাড়ন করা তাদের মর্যাদার জন্য হানিকর এবং এই কাজের শেষ পরিণতি খুব ভয়াবহ হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পাঠানো চিঠিতে পোপ এই অভিবাসন দমননীতিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুতর সংকট বলে আখ্যায়িত করেছেন। চিঠিতে পোপ ফ্রান্সিস বলেন, আমি ক্যাথলিক চার্চের সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান জানাই এবং যেন তারা এমন বর্ণনায় প্রভাবিত না হন, যা আমাদের অভিবাসী ও শরণার্থী ভাই-বোনদের বিরুদ্ধে বৈষম্য তৈরি করে এবং অপ্রয়োজনীয় ভোগান্তির কারণ হয়। ২০১৩ সাল থেকে পোপের দায়িত্ব...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর