নর্থ ইন্ডিয়ান ওশান (উত্তর-ভারত মহাসাগর) হাইড্রোগ্রাফিক কমিশন (এনআইওএইচসি) এর সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ১১-১৩ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এনআইওএইচসির ২৪তম সভায় বাংলাদেশ নৌবাহিনীর হাতে এ দায়িত্বভার অর্পণ করা হয়। নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর দুই সদস্যের একটি প্রতিনিধি দল সভায় অংশগ্রহণ করে। সভায় বাংলাদেশ ছাড়াও কমিশনের সদস্য রাষ্ট্র মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের পাশাপাশি ছয়টি সহযোগী সদস্য রাষ্ট্র ও তিনটি পর্যবেক্ষক দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা...
উত্তর-ভারত মহাসাগরের হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্বে বাংলাদেশ নৌবাহিনী
ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষায় পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
জনবান্ধব পুলিশিংয়ের মডেল প্রতিষ্ঠায় পুলিশ সংস্কার কমিশন (পিআরসি) ভিকটিম এবং সাক্ষীদের সুরক্ষার জন্য একটি আইন প্রণয়নের সুপারিশ করেছে, কারণ পুলিশ একটি আইনি কাঠামোর আওতায় অপরাধীদের কাছ থেকে তাদের সুরক্ষা দিতে পারে। পিআরসি তার সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেছে, ভিকটিম এবং সাক্ষীদের সুরক্ষার জন্য একটি আইন প্রণয়ন জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। পুলিশ ভিকটিম এবং সাক্ষীদের সুরক্ষায় এবং জনগণের আস্থা অর্জনে সক্রিয় ভূমিকা পালন করতেও সক্ষম হবে। প্রতিবেদনে আরো বলা হয়, এই আইনটি পুলিশ বাহিনীর দায়িত্বকে আরও স্পষ্ট ও জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবে এবং জনগণ ও পুলিশের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। এতে বলা হয়, বর্তমানে ভিকটিম ও সাক্ষীদের ভয়ভীতি বা অপরাধীদের প্রভাব থেকে রক্ষা করার জন্য...
৩ জেলায় রেল স্টেশনের নাম পরিবর্তন
বাংলাদেশ রেলওয়ের ২ অঞ্চলের তিনটি স্টেশনের নাম পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ফলে স্টেশনগুলো আগের নামে ফিরেছে। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরীরেন সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের দুটি এবং পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের নাম ও কোড পরিবর্তন অনুমোদিত হয়েছে। পূর্বাঞ্চলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্টেশনের নাম পরিবর্তন করে জগনাথগঞ্জ বাজার স্টেশন রাখা হয়েছে। স্টেশনটির বর্তমান কোড হবে- জেইউজেবি। ময়মনসিংহ সদর উপজেলার উমেদনগর স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সুতিয়াখালী স্টেশন। স্টেশনটির বর্তমান কোড হবে- এসইউওয়াই। এছাড়া পশ্চিমাঞ্চলের পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের নাম পরিবর্তন করে পঞ্চগড় স্টেশন...
লিবিয়ায় বিক্রি হওয়া দুই বাংলাদেশির বেঁচে ফেরার ভয়াবহ গল্প
অনলাইন প্রতিবেদক
ঝিনাইদহের মতিউর রহমান সাগর ও কুষ্টিয়ার তানজির শেখভালো কাজের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে। ৯ মাস বন্দিদশা, প্রতিদিনের নির্যাতন, অন্ধকার এক ঘরে লাশের স্তূপের পাশে রাত কাটানোএই বিভীষিকার সাক্ষী এখনো বেঁচে আছেন তারা। ২০২৩ সালে গ্রামের দালালদের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান সাগর ও তানজির। প্রতিজনের কাছ থেকে নেওয়া হয় ৪ লাখ টাকা। দালালরা আশ্বাস দেয়, ভালো কোম্পানিতে চাকরি মিলবে। কিন্তু বাস্তবতা ছিল পুরোপুরি উল্টো। লিবিয়ায় পৌঁছানোর পর কোনো কাজ তো দূরের কথা, তাদের বিক্রি করে দেওয়া হয় ভয়ংকর মাফিয়াদের হাতে। মাফিয়াদের বন্দিশালায় ঢোকানোর পর তাদের চোখের ওপরই নিয়ে যাওয়া হয় স্বাধীনতা, কেড়ে নেওয়া হয় স্বপ্ন। ৮০ জন বাংলাদেশিকে রাখা হয় একটি অন্ধকার কক্ষে, যেখানে আলো ঢোকার সুযোগ নেই, বেঁচে থাকার নিশ্চয়তা নেই। শুরু হয় অবর্ণনীয়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর