আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ফরিদপুরে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ােরি) রাত সোয়া সাতটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে লাশ বহনকারী কফিন নিয়ে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।ৎে এসময় মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। পরে আলীপুর ইমাম উদ্দিন স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে ছাত্র সমন্বয়ক সোহেল রানা, তামান্না বিনতে তাফসির ও সাইফ খান বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আওয়ামী লীগ থাকলে এদেশে শান্তি ফিরে আসবে না। যত দ্রুত সম্ভব ফ্যাসিবাদ আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার করা হবে, তত দ্রুত এদেশে শান্তি ফিরে আসবে। তারা বলেন, গণ অভ্যুত্থানের আন্দোলনে আমাদের উপরে যারা...
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে কফিন মিছিল
ফরিদপুর প্রতিনিধি
![আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফরিদপুরে কফিন মিছিল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739464617-a08ae59344d198bbf6b6e95318ded4bd.jpg?w=1920&q=100)
গলায় ডিম আটকে প্রাণ গেলো মেহজাবিনের
অনলাইন ডেস্ক
![গলায় ডিম আটকে প্রাণ গেলো মেহজাবিনের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739463622-3c8b75be972fd140d015ed42984590c3.jpg?w=1920&q=100)
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে গলায় ডিম আটকে মেহজাবিন নামে ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সে শাহরাস্তির টামটা গ্রামের মোহাম্মদউল্যার মেয়ে। শিশুটি নানার বাড়িতে বেড়াতে আসছিল। জানা যায়, সকালে নিহত শিশুটির মা তাকে পরটার সঙ্গে সিদ্ধ ডিম খাইয়ে দিলে তা গলায় আটকে যায়। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভীর হাছান জানান, শিশুটিতে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।...
ঠাকুরগাঁওয়ে ৪ উপজেলার প্রশাসনে জনবল সংকট
ঠাকুরগাঁও প্রতিনিধি
![ঠাকুরগাঁওয়ে ৪ উপজেলার প্রশাসনে জনবল সংকট](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739463020-e6a708374294e5c91ec0b82c27842a22.jpg?w=1920&q=100)
ঠাকুরগাঁও সদর, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে নেই এসিল্যান্ড। এসব কর্মস্থানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসাররা। অপরদিকে পীরগঞ্জ উপজেলায় নেই উপজেলা নির্বাহী অফিসারও। যার ফলে এসব দপ্তরে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা ব্যক্তিরা। জেলা প্রশাসক বিভাগের তথ্য মতে, জেলায় ৯ জন প্রশাসকের প্রয়োজন থাকলেও রয়েছেন ৫জন। এছাড়া ঠাকুরগাঁও সদর,রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় কর্মরত নেই সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)। অপরদিকে পীরগঞ্জ উপজেলায় নেই উপজেলা নির্বাহী অফিসার। যেখানে ৫ জনের পদ থাকলেও কর্মরত রয়েছেন ১ জন। জানা গেছে, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) এর বদলি হয়ে যায়। এরপর থেকেই ওই দপ্তরের দায়িত্ব দেয়া হয় সদর উপজেলা নির্বাহী অফিসারকে। তবে...
‘হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচার করা হবে’
নরসিংদী প্রতিনিধি
![‘হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচার করা হবে’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739462443-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেবক বিষয়কসহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয় ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, যে দল বা দলের নেত্রী সাধারণ ছাত্রদের ওপর গুলি করার নির্দেশ দেয়, তাকে ভারত থেকে ধরে এনে বিচার করতে হবে। তাদের দোষররা যেখানেই থাকুক সবাইকে আইনের আওতায় আনতে হবে। কেউ ষড়যন্ত্র করার অপতৎপরতা করলে ছাড় দেওয়া হবে না। নারায়নপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস. এম শৈবাল হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দীন, জেলা কৃষকদলের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর