ইতালির সিরি ডি লিগে খেলা প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামীকাল (১৯ মার্চ) বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাজধানী ঢাকার মতিঝিলস্থ বাফুফে ভবনের সামনে কিছু ফুটবল ভক্ত বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ফাহমিদুলকে জাতীয় দলে ফিরিয়ে আনার দাবি জানান। ভক্তরা বলেন, গতিময় এই তরুণ ফরোয়ার্ডকে পুনরায় দলের অংশ করা হোক। ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পাওয়ার পর সৌদি আরবের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে ফিরে এসেছিলেন। তবে তাকে মূল দলে অন্তর্ভুক্ত না করায় তিনি পুনরায় ইতালি ফিরে যান। ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাব্রেরা জানিয়েছেন, ফাহমিদুলের গতি এবং মেধা রয়েছে, তবে তার বয়স এখনও কম এবং...
ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা
অনলাইন ডেস্ক

মোস্তাকিম একাই করলেন ৪০৪ রান
অনলাইন ডেস্ক

১০০ বা ২০০ রান নয়, একেবারে ৪০০! জাতীয় স্কুল ক্রিকেটে এমন অবিশ্বাস্য কীর্তি গড়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মোস্তাকিম হাওলাদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে ১৭০ বল খেলে ৫০টি চার ও ২২টি ছক্কায় অপরাজিত ৪০৪ রান করেন মোস্তাকিম। এটি বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। শুধু মোস্তাকিমই নন, তার সতীর্থ সোয়াদ পারভেজও করেছেন ডাবল সেঞ্চুরি। ১২৪ বলে ৪২টি চার ও ১৩টি ছক্কায় অপরাজিত থাকেন ২৫৬ রানে। দুজন মিলে গড়েন ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি, যা তাদের দলকে মাত্র ২ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৭৭০ রানের বিশাল সংগ্রহ এনে দেয়। জবাবে সেন্ট গ্রেগরি স্কুল মাত্র ৩২ রানেই অলআউট হয়ে যায়। ক্যামব্রিয়ানের হাসান হৃদয় ৬ উইকেট এবং পারভেজ ৪ উইকেট নেন। রেকর্ড গড়া ইনিংসের পর মিরপুরে সাংবাদিকদের মোস্তাকিম বলেন,...
পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের গত ৫ আগস্ট পতনের পর থেকেই আত্মগোপনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর এক ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে বিসিবিতে জমা দিয়েছিলেন পদত্যাগপত্র। এবার ক্রিকেট বোর্ডে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১২ সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন পাপন। গত বছর জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীত্বও পান তিনি। তবে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত ২১ আগস্ট বিসিবির সভাপতির দায়িত্ব ছাড়েন তিনি। এদিকে গত রোববার (১৬ মার্চ) দুর্নীতির অভিযোগে কিশোরগঞ্জ-৬ আসনের এই সাবেক সংসদ সদস্য এবং তার স্ত্রী রোকসানা হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।...
কেন দলের সঙ্গে ঢাকা না এসে ইতালি ফিরে গেলেন ফাহামিদুল?
অনলাইন ডেস্ক

সৌদি আরবে প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষ করে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে দলের সঙ্গে ঢাকায় ফেরেননি ফাহামিদুল ইসলাম। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়ায় তিনি সরাসরি ইতালির বিমানে চড়েছেন। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও শেষ পর্যন্ত ফাহামিদুলকে দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। স্কোয়াড ঘোষণার সময় তাকে নিয়ে আশাবাদী ছিলেন স্প্যানিশ এই কোচ, তবে শেষ পর্যন্ত পরিকল্পনায় না থাকায় তাকে বাদ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আমের খান জানান, সৌদি আরবে ক্যাম্পে ২৮ জন ছিলেন, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াড ২৩ জনের করতে হয়েছে। কোচের পরিকল্পনায় ফাহামিদুল জায়গা পাননি। আরও পড়ুন জামায়াত নিয়ে মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ সাবেক ঢাবি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর