জয়পুরহাটের ক্ষেতলালে থানায় হামলা এবং চাঁদা না পেয়ে চার যুবককে মারপিট করার অভিযোগে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথকভাবে দুটি মামলা হয়েছে। মামলার পর রাতেই পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, বিএনপি কর্মী দেলোয়ার হোসেন (৪৭),বিপ্লব হোসেন (৪০), ফারুক হোসেন (৩২),উজ্জল হোসেন (৩৪) ও সজিব হোসেন (২৮)। মঙ্গলবার সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি ছারোয়ার জাহান ক্ষেতলাল থানা সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার পর থেকে অভিযুক্ত বিএনপি নেতা মেহেদি আশিক পার্থ সহ তার দলবল পলাতক আছে। পুলিশ ও ভুক্তভোগীরা জানায়,মঙ্গলবার ক্ষেতলালের শাখারুঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন পরিবার ও বন্ধুদের নিয়ে ক্রয়কৃত জমির দলিল করার জন্য সাবরেজিস্ট্রি অফিসে আসেন। সেখানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তার কাছ থেকে ৫০ হাজার...
থানায় হামলা ও চাঁদা দাবি, বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা
অনলাইন ডেস্ক

বাগেরহাটে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শওকত শেখ (৫০) নামে এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে বুধবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাট আদালতে সোর্পদের পর বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে। ভ্যানচালক শওকত শেখ (৫০) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ডেকে নিয়ে যায় ভ্যানচালক শওকত শেখ। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এলে দৌড়ে পালিয়ে যায় শওকত। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে শওকত শেখকে গ্রেপ্তার করে।...
ফরিদপুরে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ৪০ বোতল ফেনসিডিলসহ মো. আবু সাঈদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার বিশ্বম্বরদী নামক স্থানে একটি বাসে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আবু সাঈদ যশোরের শার্শা উপজেলার পুটখালী এলাকার বাসিন্দা। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের বিশ্বম্বরদী নামক স্থান হতে বেনাপোল থেকে বরিশালগামী মিজান পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. আবু সাঈদ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের উপ-পরিদর্শক (এসআই) মো. সাকির হোসেন বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।...
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার রাত ৮টার দিকে ঢাকায় একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। মৃত কবির হোসেন চাদপুর গ্রামের ফজল হকের ছেলে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কবির হোসেনসহ উভয়পক্ষের সাতজন আহত হয়। এদিকে, মৃত্যুর সংবাদ পাওয়ার পরই বিএনপির একটি অংশ দায়ীদের গ্রেপ্তারপূর্বক শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল ও থানার সামনে মানববন্ধন করেছে। দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সাবেক এমপি মঞ্জুর কাদের গ্রুপের সমর্থক সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বরের নেতৃত্বে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর