রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে স্পা সেন্টারটির একাধিক নারী কর্মীকে আটক করা হয়। গুলশান ১-এ আর.এম সেন্টার নামে একটি ভবনের চারতলায় এই স্পা সেন্টার। রোববার (২৪ মার্চ) দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়। র্যাব-১ সূত্রে জানা গেছে, তাদের কাছে গোপন সংবাদ ছিল, দীর্ঘদিন ধরে আর এম সেন্টারের চতুর্থ তলায় স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ চলছিল। এ সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টা পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপে পরিচালনার অভিযোগে বিভিন্ন আলামত জব্দ করা হয়। এছাড়া সেখান থেকে অসামাজিক কার্যকলাপের জড়িত একাধিক নারী কর্মীকে আটক করে র্যাব। জানা যায়, আটক নারী কর্মীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া...
মধ্যরাতে রাজধানীতে স্পা সেন্টারে অভিযান, একাধিক নারী আটক
অনলাইন ডেস্ক

ঢাকাস্থ ফরিদপুর জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার (এফজেএফডি) ইফতার মাহফিল রোববার (২৩ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকায় কর্মরত ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ইসারত হোসেন ইসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি)। এফজেএফডির সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফজেএফডির সাবেক সভাপতি অমরেশ রায়, সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, সাজ্জাদ হোসেন খান, রাজিব খান, কামরুল ইসলাম, রেজা মাহমুদ, ইমরান রহমান, মাসুদ রানাসহ এফজেএফডির সদস্যরা। এফজেএফডির সদস্য মো. বেলায়েত হোসেন মোনাজাত পরিচালনা করেন। দেশ ও জাতির কল্যাণ কামনার পর ইফতার পরিবেশনের...
‘অবহেলিত ছেলেটাই বিদেশে গিয়ে হয়ে ওঠে সোনার ছেলে’
নিজস্ব প্রতিবেদক

রাবিডের সভাপতি আরিফুর রহমান বলেছেন, দেশে যে এতো হানাহানি, মারামারি, লুটপাট, চাঁদাবাজি হচ্ছে তার মূলে রয়েছে অর্থনৈতিক সংকট। এই সংকট দূর করা কঠিন নয়। সরকার যদি আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোকে সাপোর্ট করে, তাহলে আমরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি পাল্টে দেব, তখন হানাহানি বন্ধ হয়ে যাবে। রোববার (২৩ মার্চ) বিকেল সাড়ে চারটায় রাবিডের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্যবসায়িক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরিফুর রহমান বলেন, সবাই ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছেন, ইনক্লুসিভ অর্থনীতি গড়ে তোলা ছাড়া ইনক্লুসিভ বাংলাদেশ কীভাবে গড়ে উঠবে? দেশের অর্থনীতি চলছে প্রবাসীদের পাঠানো টাকায়, সরকার তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে দায়িত্ব শেষ করছে, আর কিছু করছে না। আমাদের সাপোর্ট করুন, আমরা অর্থনীতি পাল্টে দেব। এতে বক্তব্য রাখেন রাবিডের...
রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
অনলাইন ডেস্ক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২২ মার্চ) রাজধানীর মগবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর প্রাঙ্গণে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, জাতিগতভাবেই বাংলাদেশের মানুষ দুর্যোগে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কিন্তু সমন্বয়হীনতার অভাবে এর সুফল আমরা পাই না। দুর্যোগ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টকে আরও সমন্বিত ভূমিকা রাখতে তিনি আহ্বান জানান। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় আরও ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, দুর্যোগ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর