আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং নির্বাচনে আনা নিয়ে চলমান সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতিতে আবার ফেরার জন্য আওয়ামী লীগ নিজে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা কেউ কেউ, যাঁরা খুব গুরুত্বপূর্ণ লোকজন, ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছি। সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আজ শনিবার (২২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে কি না, সে ব্যাপারে সমঝোতার প্রস্তাব নাকি দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিষয়ে এক প্রশ্নের জবাবে মান্না বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না। এটা রাজনৈতিক প্রস্তাব। তবে সরকার ও সরকারপ্রধান জনগণকে আহ্বান জানাবেন, সিদ্ধান্ত...
আমরা ঝগড়া করে আ. লীগকে সবার সামনে নিয়ে আসছি: মান্না
অনলাইন ডেস্ক

হুইল চেয়ারে রাস্তায় আহতরা, আ. লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন জুলাই অভ্যুত্থানের আহতরা। দাবি আদায় না হলে সারাদেশ থেকে ঢাকামুখী হয়ে আরেকটি গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার (২২ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ওয়ারিঅরস অব জুলাই প্লাটফর্ম থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সমাবেশে আন্দোলনে হাত হারানো আতিকুল গাজী বলেন, আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না। যদি করতে হয় আমার হাত ফিরিয়ে দিতে হবে। দুই হাজার শহীদ এবং ত্রিশ হাজার আহতদের সুস্থ করে দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই করতে দেবো না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যেভাবেই হোক হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝুলান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। হাসানুর রহমান, এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত বেঁচে আছি,...
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের মানববন্ধন

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক নারী-শিশু, কিশোর-কিশোরী হত্যার দায়ে জাতিসংঘ কর্তৃক ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে এ সময় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বলেন, পৃথিবীর সকল ধর্মের সকল দেশের নাগরিকদের সমান দৃষ্টিতে দেখতে হবে। সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত হলে জাতিসংঘ অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করে। অথচ বিশ্ব নেতারা মুসলিম সম্প্রদায়ের ওপর নিজেদের দোষ চাপিয়ে দিচ্ছে। সারাবিশ্বে মুসলিম নেতাদের হাতে কোনো অমুসলিম...
‘শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে খুনিদের ফেরানোর চেষ্টা রুখে দেওয়া হবে’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শনিবার (২২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সমবেত হন তারা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা এ সময় দেন সংগঠনটির নেতারা। আন্দোলনকারীরা বলেন, ছাত্ররা ঘুমিয়ে নেই, আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে ছাত্র-জনতা আবারও প্রস্তুত। জুলাই-আগস্টের রক্তের দাগ শুকায় নাই। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে খুনিদের ফেরানোর কোনো চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে বেলা সাড়ে তিনটা জাতীয় জাদুঘরের সামনে একই দাবিতে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। news24bd.tv/আইএএম...