রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে খবর আসে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। News24d.tv/কেআই
শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক

প্রিয়জনের সঙ্গ ছেড়ে ফিরছে নগরবাসী
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম দিনে এসে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। যদিও বিগত বছরগুলোর মতো তীব্র যানজট আর যানবাহনের চাপ নেই রাজধানীর প্রবেশ ও বাহির মুখে। আগামীকাল রোববার থেকে খুলতে শুরু করবে সরকারি প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে খুলে গেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তাই এবার প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ফিরছে নগরবাসী। আজ শনিবার ভোর থেকে সদরঘাট, বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে এমন দৃশ্য দেখা গেছে। সকাল গড়াতেই দেশের নানা প্রান্ত থেকে শহরমুখো মানুষের ঢল নামে বাস টার্মিনাল আর রেলস্টেশনগুলোতে। দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে, যাত্রী নামছে ক্লান্ত চোখে, ব্যস্ত পায়ে। সময় যত গড়াচ্ছে, বাড়ছে জনস্রোত। তবে এবারের ঈদযাত্রা তুলনামূলক ছিল মসৃণ। দীর্ঘদিন...
ছিন্নভিন্ন প্রাইভেটকার-মোটরসাইকেল, নিহত দুই যুবক
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় কালশী ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ফ্লাইওভারে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ও পেছনে থাকা আরোহীদুজনকেই দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে গুরুতরত অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মিরপুর পল্লবীর কালশী এলাকা থেকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর...
‘আল্লাহর কাছে বিচার দিলাম’ বলতেই নেমে আসে বিপদ, যায় প্রাণ
অনলাইন ডেস্ক

রাজধানীর খিলগাঁওয়ে ত্রিমোহনী এলাকার একটি দোকানে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে চা পান শেষে টাকা দিচ্ছিলেন মো. মইজউদ্দিন। এ সময় মনির নামে এক যুবক তার চায়ের দামটাও মইজউদ্দিনকে দিতে বলেন। কিন্তু তিনি দিতে না চাইলে মনির খারাপ ব্যবহার করেন। এক পর্যায়ে মইজউদ্দিন আল্লাহর কাছে বিচার দিলাম বলে সেখান থেকে চলে যেতে চাচ্ছিলেন। এরপরই বিপদের শুরু; শেষ পর্যন্ত প্রাণ যায় মইজউদ্দিনের। মইজউদ্দিন যখন চলে যেতে চাচ্ছিলেন, তখনই মনির তেড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় আরও দুই যুবক ছুটে এসে মইজউদ্দিনকে বেধড়ক পেটাতে থাকেন। চা দোকানি ও স্থানীয় কয়েকজন মিলে চেষ্টার পরও তাকে রক্ষা করতে পারেননি। ঘটনাস্থলেই মইজউদ্দিন মারা যান। পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে মইজউদ্দিনের মৃত্যুর এমনই বর্ণনা উঠে এসেছে। এ ঘটনায় নিহতের বোন নয়ন তারা বাদী হয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর