মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। দেশটির ক্যানকুন রিসোর্টের কাছে রবিবার ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় এডিও কোম্পানির বাসটিতে ৪৫ জন আরোহী ছিল। এদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক ছিলেন।
জানা গেছে, একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে যান প্যারামেডিক্স এবং উদ্ধারকারী দলের সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে ক্যানকান জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: