র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক নারী ও শিশুদের ভয়াবহ নির্যাতনের বিবরণ উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে। প্রতিবেদনে গর্ভবতী নারীসহ অনেককে জোরপূর্বক গুম করার ঘটনা ও আটকের পর নির্যাতনের মর্মস্পর্শী তথ্য প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাতে সোমবার (২০ জানুয়ারি) এ বিষয়ে কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার নারীদের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও, সামাজিক কলঙ্কের ভয়ে অনেক ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে দ্বিধা করেন। একটি সাক্ষাৎকারে এক ভুক্তভোগী জানান, গর্ভবতী থাকা সত্ত্বেও তাকে এক মাস ধরে আটক রাখা হয়। এ সময় তার তিন বছর ও ১৮ মাস বয়সী সন্তানদেরও সঙ্গে বন্দি রাখা হয়। তিনি আরও অভিযোগ করেন, আটক অবস্থায় এক পুরুষ কর্মকর্তা তাকে শারীরিকভাবে নির্যাতন করেছিলেন।...
র্যাবের হাতে আটক মাকে এখনো খুঁজে পায়নি মেয়ে
নিজস্ব প্রতিবেদক
তিনদিনের তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
অনলাইন ডেস্ক
দেশজুড়ে আগামী তিনদিন তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।। এ সময়ে একই সঙ্গে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে। এছাড়া, সোমবার (২০ জানুয়ারি) থেকে বুধবার (২২ জানুয়ারি) তিনদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশজুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যহত থাকতে পারে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এই ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, কুয়াশা থাকলেও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে। সোমবার হিমেল বাতাসে শীত...
সাইফ আলী খানের ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশি নন: আইনজীবী
অনলাইন ডেস্ক
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মো. শরিফুল ইসলাম শেহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তি বাংলাদেশি বলে সন্দেহ করে পুলিশ। তবে রোবাবার বিকেলে শরিফুলের আইনজীবী জানিয়েছেন, পুলিশের কাছে এমন কোনো নথি নেই, যাতে প্রমাণিত হয় তিনি বাংলাদেশের নাগরিক। ভারতীয় গণমাধ্যম একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ভোরে গ্রেপ্তারের পর শেহজাদকে মুম্বাইয়ের বান্দ্রা হলিডে কোর্টে পেশ করা হয়। আদালত তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এর আগে মুম্বাই পুলিশের (জোন ৯)-এর ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, ১৬ অক্টোবর রাত ২টার দিকে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় এফআইআর দায়ের করা হয় এবং এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নাম মো. শরিফুল ইসলাম শেহজাদ। বয়স ৩০ বছর। সে ডাকাতির উদ্দেশে...
ফেব্রুয়ারিতে সচিব পর্যায়ে বড় পদোন্নতি, পাচ্ছেন কারা?
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাবেন। প্রশাসন ক্যাডার ছাড়াও বাকি ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা পাচ্ছেন পদোন্নতি। একই সঙ্গে পদোন্নতি পাবেন প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিবও। আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এসব কর্মকর্তা পদোন্নতি পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান। সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। সব মিলিয়ে ২৫ ক্যাডারের উপসচিবরা, ২২তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা ও ২৪তম ব্যাচের উপসচিবরা একযোগে পদোন্নতি পাবেন বলে জানান অতিরিক্ত সচিব। মো. ওবায়দুর রহমান বলেন, ২৫ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে। ডিসেম্বরে তাদের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর