ভারতের সাথে রেল ট্রানজিট বন্ধে সরকারকে আইনি নোটিশ

সংগৃহীত ছবি

ভারতের সাথে রেল ট্রানজিট বন্ধে সরকারকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে যাওয়ার জন্য ভারত সরকারকে দেয়া রেল ট্রানজিট বন্ধ করতে বাংলাদেশ সরকারকে আইনী নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রেল মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২৬ জুন) ডাকযোগে এই আইনী নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো মাহমুদুল হাসান।

নোটিশে বলা হয়, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং বাংলাদেশ ও চীনের মাঝে ভবিষ্যতে সামরিক সংঘাত রোধ করতে এই নোটিশ পাঠানো হয়েছে।


নোটিশ অনুযায়ী, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে ‘ক্ষমতার ভারসাম্য’ নীতি অবলম্বন করছে। কিন্তু ২০২৪ সালের জুন মাসে ভারতের কেন্দ্র সরকারের সাথে বাংলাদেশ সরকারের রেল ট্রানজিট বিষয়ক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই নীতি লঙ্ঘিত হয়েছে। এর ফলে ভারতের অভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকিতে ফেলবে এবং ভবিষ্যতে চীনের সাথে বাংলাদেশের সামরিক সংঘাত দেখা দিতে পারে।

নোটিশে সাতদিনের মধ্যে রেল ট্রানজিট বিষয়ক চুক্তি বাতিলের দাবি জানানো হয়।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক