প্যারিস অলিম্পিকে জনপ্রিয়তা লাভ করেছে মঙ্গোলিয়ার পোশাক

মঙ্গোলিয়ার পোশাকে চার মডেল

প্যারিস অলিম্পিকে জনপ্রিয়তা লাভ করেছে মঙ্গোলিয়ার পোশাক

অনলাইন ডেস্ক

আসন্ন প্যারিস অলিম্পিকে নেট দুনিয়া, মঙ্গোলিয়ার পোশাককে পছন্দের পোশাক হিসেবে বেছে নিয়েছে। মঙ্গোলিয়ার উদ্ধোধনী ও সমাপনী অনুষ্ঠানে পরা এম্ব্রোডারি করা ঐতিহ্যবাহী পোশাকগুলো উম্মোচিত হয়েছে গত সপ্তাহে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলছে ঐতিহ্যবাহী পোশাকগুলো।
পোশাকের ডিজাইন করেছে মাইকেল এবং আমাজনকা নামের মঙ্গোলিয়ান একটি ব্রান্ড।

এই ব্রান্ডোটি মঙ্গোলিয়ান ঐতিহ্য এবং সংস্কৃতি মাথায় রেখে পোশাক ডিজাইন করে থাকে। পোশাকের ডিজাইন গুলো ছবি এবং ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়েছে।  
নারী  ক্রীড়াবিদদের পোশাকের সাথে লম্বা কানের দুল এব্বং এম্ব্রোডারি করা ব্যাগ দেওয়া হয়েছে, অন্যদিকে পুরুষ ক্রীড়াবিদদের পোশাকের সাথে দেওয়া হয়েছে বেল্ট এবং ঐতিহ্যবাহী মঙ্গোলিয়ান জুতা।
ডিজাইনে নীল,লাল এবং সাদা রঙের পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
দেশের পতাকায় ব্যবহৃত প্রতীকের পাশাপাশি আইফেল টাওয়ার, অলিম্পিক মশালের প্রতীকও এতে রাখা হয়েছে।  
মঙ্গোলিয়ার ন্যাশনাল অলিম্পিকের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিটি পোশাক তৈরিতে ২০ ঘন্টা সময় লেগেছে । পোশাকগুলি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষত টিকটকে আলোড়ন সৃষ্টি করেছে যেখানে ফ্যাশন ডিজাইনারদের প্রশংসা করতে দেখা গেছে।  
ফ্যাশন বিষয়ক লেখক রায়ান ইপ লিখেছেন, ‘তারা অলিম্পিক শুরু হওয়ার আগেই জিতেছে। ‘                                     

সূত্রঃ সিএনএন

এসএম
news24bd.tv/ডিডি