মোংলা বন্দর দিয়ে প্রথমবার রসুন আমদানি

এমভি মার্কস ডাভাও জাহাজ

মোংলা বন্দর দিয়ে প্রথমবার রসুন আমদানি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দেশের দক্ষিনাঞ্চলে মোংলা সমুদ্র বন্দর দিয়ে প্রথমবারের মতো রসুন আমদানি হয়েছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি মার্কস ডাভাও জাহাজটি চীনের কুইংডো বন্দর থেকে ২২৯টি ইইউজ কন্টেইনার নিয়ে মোংলা বন্দরে পৌছায়। এর মধ্যে দুটি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি করা হয়।

গতকাল রোববার (২৮ জুলাই) মোংলা কাস্টমস হাউজ কর্তৃক কায়িক পরীক্ষা শেষে রসুনের চালান খালাসের অপেক্ষায় আছে।

আজ সোমবার (২৯ জুলাই) মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, মোংলা বন্দর দিয়ে চলতি মাসের ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত ৫৭টি বিদেশি বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদামাছ, তৈরি পোশাক, কটন, স্লাগ রপ্তানি ও মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইএস, গাড়ি আমদানি হয়। যার পরিমান ৫ লাখ ৯৫ হাজার মেট্রিক টন কার্গো, ১৪৭৪টি ইইউজ কন্টেইনার ও ১৩৪৯টি গাড়ি।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক