সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা যাবে না : কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের বড় কালীমন্দিরের হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কাদের সিদ্দিকীর মতবিনিময়।

সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা যাবে না : কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর-উত্তম) বলেছেন, ‘দেশের সংখ্যালঘুদের ওপর কোনো অত্যাচার করা যাবে না। সংখ্যালঘুদের বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ’

আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের বড় কালীমন্দিরের হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়কালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ দেশ সবার। হিন্দুরা এ দেশেরই মানুষ, এ দেশেই তাদের জন্ম। তাদের দুর্বল ভাবা যাবে না। আপনারা (হিন্দুরা) ভয় পাবেন না।

আমরা আপনাদের সঙ্গে আছি। ’

এ সময় উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, মন্দির কমিটির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরীসহ হিন্দু সম্প্রদায়ের লোকজন।

news24bd.tv/DHL