সাবেক আইজিপি শহীদুল ৭ ও মামুন ৮ দিনের রিমান্ডে

সংগৃহীত ছবি

সাবেক আইজিপি শহীদুল ৭ ও মামুন ৮ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

আলাদা দুই হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুনকে ৮ দিন ও শহীদুল হককে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সিএমএম আদালতের বিচারক এ আদেশ দেন।

সকাল ৬টা ৪৫ মিনিটে এই দুই সাবেক পুলিশ প্রধানকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

এর আগে, মঙ্গলবার রাতে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে। একইদিন আত্মসমর্পণ করেন আবদুল্লাহ আল মামুন। রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জানানো হয়, শহীদুল হককে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন।

news24bd.tv/এসএম