বিক্ষোভের মুখে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালককে অপসারণ

সংগৃহীত ছবি

বিক্ষোভের মুখে নার্সিং অধিদপ্তরের মহাপরিচালককে অপসারণ

অনলাইন ডেস্ক

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পদ থেকে মাকসুরা নূরকে সরানো হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে উল্লেখ করা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পদ থেকে সরানো হয়েছে মাকসুরা নূরকে। বর্তমানে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটূক্তি করায় মাকসুরা নূরসহ অধিদপ্তরের নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং দক্ষ নার্সদের পদায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি এবং কর্মবিরতি পালিত হয়েছে। তারা মাকসুরার পদত্যাগ ও শাস্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। দাবি পূরণ না হলে কোথাও কোথাও কর্মবিরতির হুমকিও দিয়েছিল আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, গত ৮ সেপ্টেম্বর নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার ভিত্তিতে নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।

তার এ বক্তব্য নারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

news24bd.tv/DHL